উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ সংক্রান্ত নির্দেশনা

উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ সংক্রান্ত নির্দেশনা।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি

বাড়ি-৪৪, সড়ক- ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯

 www.pmeat.gov.bd

স্মারক নং- এইচএসপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০ / ২৬৬/ ১(৫২৪)        তারিখ: ২২.০৮.২০২৩ খ্রি.

বিষয়: উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির HSP-MIS অনুযায়ী ৬ষ্ঠ হতে ১২শ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত একটিভ/সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন/২৩ কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি- জুন/২৩ কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা সংযুক্ত Excel sheet এ শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা/থানা ভিত্তিক তালিকা আগামী ১২.০৯.২০২৩ তারিখের মধ্যে সফটকপি উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল হতে অত্র স্কিমের ইমেইলে (mis.hsp@pmeat.gov.bd) এবং স্বাক্ষরিত হার্ডকপি ডাকযোগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষা প্রতিষ্ঠান হতে সরাসরি প্রেরিত কোন তথ্য গ্রহণযোগ্য হবে না ।

সংযুক্তি: এক্সেল সীট। এক্সেল সীটের জন্য এখানে ক্লিক করুন>==>ছক

 (মোহাম্মদ আসাদুল হক)

স্কিম পরিচালক (উপসচিব)

সমন্বিত-উপবৃত্তি কর্মসূচি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ

নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।