গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন শাখা-১
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩৩ তারিখ: ০৩ শ্রাবণ ১৪৩०, ১৮ জুলাই ২০২৩
বিষয়: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের জন্য ৫(পাঁচ) শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ০১ জুলাই ২০২৩ হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ৫ (পাঁচ) শতাংশ হারে, তবে ১,০০০ (এক হাজার) টাকার কম নয়, “বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
স্বাক্ষরিত
(মোহাম্মদ গোলাম কবির)
উপসচিব
ফোন: 223380781
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ প্রতি বছর পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পাবেন
ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন