এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে অনেক পরীক্ষার্থী হয়ত সন্তুষ্ট হতে পারেনি, কেউ অসন্তষ্ট হলে চাইলে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের জন্য দেশের সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ব্যবস্থা করেছে। অনলাইনে মাধ্যমে ঘরে বসেই  এ আবেদন করা যাবে। আসুন জেনে নেই  কিভাবে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়।

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ২৯ জুলাই থেকে ০৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

যেভাবে আবেদন করতে হবেঃ

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং গণিত-এর আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 109 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Dha < Space> Roll Number <Space> 101 102 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন

নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজ ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।