এসএসসি’র ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম

২০২১ সালের এসএসসি/সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। যদি কারও রেজাল্ট আশানুরূপ না হয়ে থাকে তাদের জন্য রয়েছে ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ। ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

এজন্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: RSC <স্পেস> DHA <স্পেস> 123456 <স্পেস> 101

মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।

এ ক্ষেত্রে প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে ফিরতি SMS এ আপনাকে একটি পিন নাম্বার প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে কন্টাক্ট নম্বর (অর্থাৎ আপনার সাথে যোগাযোগের জন্য যেকোনো মোবাইল নম্বর) লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: RSC <স্পেস> YES <স্পেস> 47483875 <স্পেস> 01XXXXXXXX

মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।

একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

বিভিন্ন বোর্ডের নামের তিন অক্ষর যেমনঃ DHA = Dhaka Board, COM = Comilla Board, RAJ = Rajshahi Board, JES = Jessore Board, CHI= Chittagong Board, BAR = Barisal Board, SYL = Sylhet Board, DIN = Dinajpur Board, MYM=Mymensingh Board.