জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর সময়সূচী

শিশুদের অধিকার সুরক্ষা এবং শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি দেশব্যাপী আয়োজন করছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩। যা উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে ৯ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৩।

এতে  ০৯ থেকে ১২ জুলাই উপজেলা/থানা, ১৫ থেকে ১৭ জুলাই জেলা, ২০ থেকে ২২ জুলাই বিভাগীয় এবং ২৬ থেকে ৩০ জুলাই ২০২৩ জাতীয় (চুড়ান্ত)পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক বিভাগঃ ১ম থেকে ৫ম শ্রেণি

খ বিভাগঃ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি

গ বিভাগঃ ৯ম থেকে ১০ম শ্রেণি

এছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিস্তারিত তথ্য বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইট www.shishuacademy.gov.bd ভিজিট করেও জানা যাবে।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর নিয়মাবলি জানতে এখানে ক্লিক করুন

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সময়সূচী

বাংলাদেশের শিশুদের স্বপ্নের প্রতিযোগিতার নাম জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।

তৃণমূল থেকে শিশুদের প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছর দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। জাতীয় পর্যায়ে শিশু একাডেমির এটি সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিযোগিতা। জাতীয় শিশু পুরস্কার বিজয়ীদের অনেকেই আজ জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, অভিনয় এবং সংগীতসহ সৃজনশীলতার নানা ক্ষেত্রে পেয়েছেন তারকাখ্যাতি। বাংলাদেশের শিশুদের কাছে এক কাঙ্খিত প্রতিযোগিতার নাম জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়ার অন্যতম শক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম; যারা আজকের শিশু-কিশোর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আজকের শিশু-কিশোরদের জন্য প্রয়োজন দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিকতা, সততা, নিষ্ঠা, তথ্য-প্রযুক্তি, বিজ্ঞান এবং সাহিত্য-সংস্কৃতি সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞানচর্চা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিশুবান্ধব নীতির বাস্তবায়ন ঘটছে বাংলাদেশ শিশু একাডেমির নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা তারই একটি অংশ।

করোনা ভাইরাস সংক্রমণের সেই বিপর্যয়কাল মহামারির কারণে ২০২২ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা যথাযথ সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। আর তাই ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগিতা ভিন্ন ভিন্ন ভাবে এক সাথে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগীরা আলাদা আলাদা ভাবে দুই বছরের প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারবে।

প্রতিবারের মতো এবারও উপজেলা/থানা, জেলা, বিভাগীয় এবং জাতীয় (চূড়ান্ত) পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ৩০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮টি বিভাগীয় পর্যায়ে ক, খ ও গ শাখায় যারা প্রথম স্থান অধিকার করবে, তারাই অংশগ্রহণ করবে চূড়ান্তপর্বের প্রতিযোগিতায়। যোগ্যতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩-এর কার্যক্রম।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমির শাখাগুলোর জেলা ও উপজেলা পরিচালনা কমিটি, ক্রীড়া বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী ও প্রতিযোগিতার সম্মানিত বিচারকমণ্ডলীর অকুণ্ঠ সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ জানাই অভিভাবকদের। তাদের আন্তরিক প্রচেষ্টা শিশুদের দারুণভাবে উৎসাহ যোগায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আমরা মনে করি, অভিভাবকদের এই আন্তরিকতা বাংলাদেশ শিশু একাডেমির পথচলার প্রেরণাময় উপহার।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগীদের সুরক্ষিত রাখবে। প্রতিযোগী শিশুদের জন্য শুভকামনা।

শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে।

আনজীর লিটন

মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি

dgbsa22@gamil.com

নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজ ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।