তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ, সরল ও অত্যাধুনিক।

তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।

১। কম্পিউটারে লেখার জন্য পরিবর্ধন ও লেখার আকার পরিবর্তনের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?

ক) এমএস ওয়ার্ড খ) ওয়ার্ড প্রসেসর গ) ফটোশপ ঘ) ইলাস্ট্রেটর

উত্তরঃ খ) ওয়ার্ড প্রসেসর

২। স্কুল-কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন?

ক) এমএস ওয়ার্ড খ) এমএস এক্সেস গ) এমএস এক্সেল ঘ) এমএস পাওয়ার পয়েন্ট

উত্তরঃ ঘ) এমএস পাওয়ার পয়েন্ট

৩। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়?

ক) ই-মেইল খ) স্কাইপি গ) ই-কমার্স ঘ) সার্চ-ইঞ্জিন

উত্তরঃ ঘ) সার্চ-ইঞ্জিন

৪। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়?

ক) তাদের নিজস্ব ওয়েবসাইটে খ) সংবাদপত্রে গ) ফেসবুকে ঘ) ইউটিউবে

উত্তরঃ ক) তাদের নিজস্ব ওয়েবসাইটে

৫। ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

ক) রেডিও খ) ইন্টারনেট গ) টেলিভিশন ঘ) টেলিগ্রাফ

উত্তরঃ খ) ইন্টারনেট

৬। নির্দিষ্ট অবস্থানে থেকে বিভিন্ন অবস্থানের ব্যক্তির সঙ্গে একত্রে দেখা ও কথা বলার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক) অডিও কনফারেন্স খ) ভিডিও কনফারেন্স গ) মোবাইল কনফারেন্স ঘ) সাধারণ কনফারেন্স

উত্তরঃ খ) ভিডিও কনফারেন্স

৭। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?

ক) ই-লার্নিং খ) সামাজিক যোগাযোগ গ) আউটসোর্সিং ঘ) মোবাইল কমিউনিকেশন

উত্তরঃ গ) আউটসোর্সিং

৮। বর্তমান বিশ্বে কী দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?

ক) রেডিও খ) সংবাদপত্র গ) টেলিভিশন ঘ) কম্পিউটার

উত্তরঃ ঘ) কম্পিউটার

৯। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কীভাবে?

ক) রোবট দ্বারা খ) কম্পিউটারে গ) কার্ডরিডারে ঘ) ক্যালকুলেটরে

উত্তরঃ খ) কম্পিউটারে

১০। ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ করতে কি প্রয়োজন?

ক) সুপার কম্পিউটার খ) ই-ক্লাসরুম গ) ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার

উত্তরঃ ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার

১১। অফিস-আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কী ব্যবহৃত হচ্ছে?

ক) সুপার কম্পিউটার খ) টাইপরাইটার গ) ক্যালকুলেটর ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

উত্তরঃ ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১২। তথ্যপ্রযুক্তির অসুবিধা কোনটি?

ক) শক্তিশালী লোক প্রয়োজন খ) কম বয়সের লোক প্রয়োজন গ) দক্ষতাসম্পন্ন লোক প্রয়োজন ঘ) অদক্ষ লোক প্রয়োজন

উত্তরঃ গ) দক্ষতাসম্পন্ন লোক প্রয়োজন

১৩। আইসিটি প্রয়োগের ফলে-

i) কর্মদক্ষতার বৃদ্ধি হচ্ছে ii) বাজার সম্প্রসারণ হচ্ছে iii) আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ) i, ii ও iii

১৪। ব্যবসা-বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের-

i) সেবার মান উন্নত হচ্ছে ii) জবাবদিহিতা কমেছে iii) স্বচ্ছতা বেড়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তরঃ খ) i ও iii

১৫। কত সালে ফেসবুক চালু হয়?

ক) ২০০১ খ) ২০০৩ গ) ২০০৪ ঘ) ২০০৫

উত্তরঃ গ) ২০০৪

১৬। সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি?

ক) ফেসবুক খ) গুগল গ) টুইটার ঘ) ইউটিউব

উত্তরঃ ক) ফেসবুক

১৭। কে তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন?

ক) বিল গেটস খ) স্টিফেন হকিং গ) মার্ক জাকারবার্গ ঘ) স্টিভ জবস

উত্তরঃ গ) মার্ক জাকারবার্গ

১৮। ২০১৪ সালের শুরুতে বিশ্বের কত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন?

ক) প্রায় ২০১৪ কোটি খ) প্রায় ১২০ কোটি গ) প্রায় ১২১ কোটি ঘ) প্রায় ১২২ কোটি

উত্তরঃ ক) প্রায় ২০১৪ কোটি

১৯। টুইটারের ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাকে মনোভাব প্রকাশ ও আদান-প্রদান করতে হয়?

ক) ১২০ খ) ১৪০ গ) ১৬০ ঘ) ১৮০

উত্তরঃ খ) ১৪০

২০। কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?

ক) টুইটার খ) ফেসবুক গ) ই-মেইল ঘ) স্কাইপি

উত্তরঃ ক) টুইটার