নেকটারে আইসিটি বিষয়ে সরাসরি এবং অনলাইনে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়াতে নিম্নবর্নিত প্রশিক্ষণ কোর্সসমূহে সরাসরি এবং অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের নিমিত্তে আগ্রহী প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাকযোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
নেকটারের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
১। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ (এনএসডিএ) (সরাসরি)
২। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ (এনএসডিএ) (সরাসরি)
৩। বেসিক কম্পিউটার এ্যাপ্লিকেশন (১২ তম) (অনলাইন)
৪। প্রোগ্রামিং এ্যাসেনসিয়াল ইন পাইথন (৪র্থ) (অনলাইন)
৫। এন্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট (৭ম) (অনলাইন)
৬। জাভা স্ক্রীপ্ট (২য়) (অনলাইন)
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে………
আবেদনের শর্তাবলীঃ
আবেদনকারীগণকে ছবি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যাদিসহ (স্ক্যানকপি) www.nactar.gov.bd অথবা www.natar.org ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে।
২। নেকটার ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংক-এর মাধ্যমে আবেদনকারীগণকে পরীক্ষার আগের দিন রোল নম্বর সংগ্রহ করতে হবে।
(৩) অনলাইনে আইসিটি, বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ আন বিষয়ে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪) কোর্সসমূহের এর ফলাফল ও ভর্তি ফি জমার বিষয়ে 16/08/2012 খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় নেকটার ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ সুবিধাদিঃ
পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান।
নারীদের জন্য ৩০% কোটা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যক্তিদের জন্য ২% কোটা সংরক্ষিত।
বিঃ কর্তৃপক্ষ যে কোন সময়ে উক্ত সময় সুচির পরিবর্তন করতে পারবেন।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।