প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……

১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?

উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯২

২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?

উত্তরঃ ১৯৭৪ সালে

৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?

উত্তরঃ ১৭ জন

৪। বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তরঃ ৪ টি

৫। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?

উত্তর : কাবাডি

৬। বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস কোনটি ?

উত্তর : ২৬ মার্চ

৭। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?

উত্তরঃ কুদরাত- এ – খুদা শিক্ষা কমিশন

৮। প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

উত্তরঃ ৬ থেকে ১১ বছর

৯। ‘বীরবল’ কোন লেখকের ছদ্ম নাম?

উত্তরঃ প্রমথ চৌধুরী

১০। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?

উত্তরঃ ১৯৯০ সালে

১১। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?

উত্তরঃ ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া

১২। ‘বাংলার’ স্কট বলা হয় কাকে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে

১৩। ‘পরশুরাম’ কার ছদ্মনাম?

উত্তরঃ রাজশেখর বসুর

১৪। “মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” রচয়িতা —

উত্তরঃ অতুল প্রসাদ সেন

১৫। সতীদাহ প্রথা রোধ করেন-

উত্তরঃ রাজা রামমোহন রায়

১৬। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-

উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী

১৭। ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?

উত্তরঃ কপালকুণ্ডলা

১৮। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি?

উত্তর : জেনারেল

১৯। চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবেনা কেন?

উত্তর : চাঁদে কোন বায়ুমন্ডল নাই

২০। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি?

উত্তর : রিখটার স্কেল

২১। যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর : এরিস্টটল

২২। বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজারে।

২৩। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে?

উত্তর : ১৯৭৩ সালে

২৪।  বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর : সেন্টমার্টিন দ্বীপ

২৫। শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয় কবে?

উত্তর : ২৫মে ২০১৮ তারিখে।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

Leave a Comment