প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী,পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

১। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হন?

(ক) মাশরাফি বিন মর্তুজা (খ) তামিম ইকবাল (গ) মুশফিকুর রহিম  (ঘ) সাকিব আল হাসান

উত্তর  : (গ) মুশফিকুর রহিম

২। সম্প্রতি ১৯০তম দেশে হিসেবে IMF-এর সদস্য পদ লাভ করে—

(ক) কসোভো (খ) দক্ষিণ সুদান (গ) হাইতি (ঘ) অ্যান্ডোরা

উত্তর  : (ঘ) অ্যান্ডোরা

৩। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক—

(ক) এনামুর রহমান (খ) কাজী দীন মোহাম্মদ (গ) ড. তাহমিদ আহমেদ (ঘ) এ বি এম আব্দুল্লাহ

উত্তর  : (গ) ড. তাহমিদ আহমেদ

৪। বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরইডি’ ও জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনডিআরআর’-এর যৌথ প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—

(ক) সপ্তম (খ) অষ্টম (গ) নবম (ঘ) দশম

উত্তর  : (গ) নবম

৫। সম্প্রতি IMF বাংলাদেশের ২০২০ সালের প্রবৃদ্ধি কত শতাংশ হবে বলে জানিয়েছে?

(ক) ২% (খ) ২.৮% (গ) ৩.৮% (ঘ) ৪.১%

উত্তর  : (গ) ৩.৮%

৬। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান কে?

(ক) অ্যামি কোনি ব্যারেট (খ) কমলা হ্যারিস (গ) চার্লস শুমার (ঘ) ক্রিস কুনস

উত্তর  : (ক) অ্যামি কোনি ব্যারেট

৭। ভারত প্রদত্ত মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কী?

(ক) আইএনএস সিন্ধুরাজ (খ) আইএনএস সিন্ধুবীর (গ) আইএনএস সিন্ধুরত্ন (ঘ) আইএনএস সিন্ধুবিজয়

উত্তর  : (খ) আইএনএস সিন্ধুবীর

৮। ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে—

(ক) রাফায়েল নাদাল ও ইগা শিয়া ওতেক (খ) রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস (গ) নোভাক জোকোভিচ ও ভেনাস উইলিয়ামস (ঘ) অ্যান্ডি মারে ও মারিয়া শারাপোভা

উত্তর  : (ক) রাফায়েল নাদাল ও ইগা শিয়া ওতেক

৯। সম্প্রতি সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী?

(ক) মৃত্যুদণ্ড (খ) আমৃত্যু কারাদণ্ড (গ) ১২ বছর সশ্রম কারাদণ্ড (ঘ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড

উত্তর  : (ক) মৃত্যুদণ্ড

১০। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?

(ক) সাদির জাপারভ (খ) সুরোনবাই জেনবেকোভ (গ) আসকার আকায়েভ (ঘ) আলমাজবেক আতমবায়েভ

উত্তর  : (ক) সাদির জাপারভ

Leave a Comment