প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……

১। প্রশ্নঃ ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল ?

উত্তরঃ রাওয়ালপিন্ডি

২। প্রশ্নঃ কলকাতায় মেট্রো রেল চালু হয় –

উত্তরঃ ১৯৮৪ খ্রিস্টাব্দে

৩। প্রশ্নঃ কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ অ্যালান টুরিং

৪। প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির –

উত্তরঃ ঘনত্ব বেশি

৫। প্রশ্নঃ ইউনেস্কো (UNESCO)- এর সদর সপ্তর কোথায় ?

উত্তরঃ প্যারিস

৬। প্রশ্নঃ কাবাডিতে প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে ?

উত্তরঃ ৭

৭। প্রশ্নঃ শান্তিতে নোবেল পুরষ্কার প্রথম কে/ কারা পান ?

উত্তরঃ হেনরি ডুনান্ট এবং ফ্রেডেরিক প্যাসি

৮। প্রশ্নঃ কবে ‘বিশ্ব বণ্যপ্রাণী দিবস’ অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ৩ মার্চ

৯। প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?

উত্তরঃ ১৯০৭

১০। প্রশ্নঃ মানবাধিকার দিবস কবে পালন করা হয় ?

উত্তরঃ ১০ ডিসেম্বর

১১। প্রশ্নঃ SMS-এর পূর্ণরুপ কোনটি?

উত্তরঃ Short Message Service

১২। প্রশ্নঃ কোন দেশের রাজধানী খার্তুম ?

উত্তরঃ সুদান

১৩। প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া দিবস কবে উদযাপিত হয় ?

উত্তরঃ মার্চ ২৩

১৪। প্রশ্নঃ কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি ?

উত্তরঃ কুয়েত

১৫। প্রশ্নঃ প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৩০

১৬। প্রশ্নঃ “রোহিঙ্গারা” কোথাকার অধিবাসী ?

উত্তরঃ মায়ানমার

১৭। প্রশ্নঃ বরেন্দ্র জাদুঘর কোন জেলায়?

উত্তরঃ রাজশাহী

১৮। প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করে……

উত্তরঃ সম্রাট পঞ্চম জর্জ

১৯। প্রশ্নঃ ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি?

উত্তরঃ ই-বুক

২০। প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয়……

উত্তরঃ মুঘল আমলে।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

Leave a Comment