প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ বাংলা বিষয়ক প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (বাংলা বিষয়ক) প্রশ্নোত্তর।

১। ‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

২।‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?

উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৩।‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?

উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।

৪। ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?

উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৫।‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?

উঃ শওকত ওসমান।

৬। ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?

উঃ রামনারায়ন তর্করত্ন।

৭। ‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?

উঃ ইব্রাহিম খাঁ।

৮। ‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটি কার?

উঃ ইব্রাহিম খাঁ।

৯। ‘কবর’ নাটকটির রচিয়তা কে?

উঃ মুনীর চৌধুরী।

১০। ‘কবর’ নাটকের পটভুমি কি ?

উঃ ৫২-এর ভাষা আন্দোলন।

১১। ‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?

উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

১২। ‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?

উঃ জসীমউদ্দিন।

১৩। ‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?

উঃ রাখালী।

১৪। ‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে?

উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।

১৫। ‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা কে?

উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।

১৬। ‘খেয়া’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?

উঃ কাব্য রচনা।

১৭। ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?

উঃ সৈয়দ শামসুল হক।

১৮। ‘গ্রানাডার শেষ বীর’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ এস. ওয়াজেদ আলী

১৯। গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?

উঃ বিশ্বনবী।

২০। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?

উঃ নবদ্বীপে।

২১। ‘চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

২২। ‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে?

উঃ সৈয়দ মুজতবা আলী।

২৩। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে?

উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

২৪। ‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে?

উঃ মীর মোশারফ হোসেন।

২৫। ‘জিব্রাইলের ডানা’র গল্পকার কে?

উঃ শাহেদ আলী।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।