প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ, সরল ও অত্যাধুনিক।

তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।

১। ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ ভিন্টন গ্রে কার্ফ।

২। মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ বিল গেটস।

৩। লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক বলা হয় কাকে?

উত্তরঃ ট্যাভেলড লিনাক্স।

৪। মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ মার্টিন কুপার।

৫। গুগলের জনক কে?

উত্তরঃ সার্জেই বিন।

৬। ফেসবুকের জনক কে?

উত্তরঃ মার্ক জুকারবার্গ।

৭। টুইটারের জনক কে?

উত্তরঃ জ্যাক ডোরসেই।

৮। Wi-Fi এর জনক কে?

উত্তরঃ ভিক্টর ভিক হেয়েস।

৯। আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তরঃ বাল মেগারিজ।

১০। You Tube (ইউটিউব) এর জনক কে?

উত্তরঃ চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।

১১। Blogging ( ব্লগিং ) এর জনক কে?

উত্তরঃ ইভান উইলিয়ামসডন।

১২। E-Book ( ই-বুকের ) জনক কে?

উত্তরঃ মাইকেল এস হার্ট।

১৩। মাইক্রোকম্পিউটারের জনক কে?

উত্তরঃ এইচ রবার্ট এডওয়ার্ডকে।

১৪। কত সালে ফেসবুক চালু হয়?

উত্তরঃ ২০০৪

১৫। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়?

উত্তরঃ সার্চ-ইঞ্জিন