বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএড ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (২০২৩ ব্যাচ) ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা স্টাডি সেন্টার অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

স্টাডি সেন্টারের নামঃ 

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, ঢাকা

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, কুমিল্লা

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, চট্টগ্রাম

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, রংপুর

সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স  ট্রেনিং কলেজ, বরিশাল

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, ফরিদপুর

পিটিআই, বগুড়া

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, খুলনা

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, সিলেট

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, ময়মনসিংহ

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, রাজশাহী

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, পাবনা

সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ, যশোর

ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর

দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া

বাউবি ক্যাম্পাস মডেল স্টাডি সেন্টার, গাজীপুর

ভর্তির তারিখ ও সময়ঃ ০১/০৯/২০২৩ থেকে ৩০/০৯/২০২৩ তারিখ রাত ১২:০০ পর্যন্ত।

অনলাইনে ভর্তির নির্দেশনাঃ

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ মোবাইলে প্রেরিত User ID এবং Password দিয়ে https://osapsnew.bou.ac.bd তে লগইন করে Course Enrollment-এর কাজ সম্পন্ন করবেন।

সঠিকভাবে Course Select করে Course Enrollment-এর কাজ সম্পন্ন করার পর Profile এবং “Payment Slip” Download করে প্রিন্ট নিয়ে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে পরবর্তী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা প্রদান করবেন।

শিক্ষার্থী ভর্তির Profile, Payment Slip এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের ভর্তি কর্মকর্তা আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র যাচাই- বাছাই পূর্বক পরবর্তী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে চূড়ান্ত শিক্ষার্থী আইডি নম্বর প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন ।

কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য OSAPS-এর হেল্প লাইন নম্বরে কল করে অবহিত করুন। OSAPS-এর হেল্প লাইন নম্বর: ০১৬৩৫-৮৩২৮৪৫; ০১৯০৭-৪৫১৬১২ (সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার) ।

বিশেষ দ্রষ্টব্য: ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখসহ টিউটোরিয়াল ক্লাস রুটিন পরে জানানো হবে ।

নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজ ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।