বাউবি’তে এলএলবি (অনার্স) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল-এর অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস রবি, সোম, মঙ্গল ও বুধবার ( সেকশন-এ) অনুষ্ঠিত হবে। তবে কী শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুরু ও শনিবার (সেকশন-বি) অনুষ্ঠিত হবে। প্রতি কোর্সে প্রথম ক্ষেত্রে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে ৫০% ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার শর্তপূরণ করে যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে। আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সমন, পোষ্য এবং মৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।

বৈশিষ্ট্যসমূহ

* চার বছরে মোট ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স =৩ কেডিট)।

* প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি ২টি সিমেস্টারে বিভক্ত। প্রতি সিমেস্টারে কোর্স সংখ্যা- ৫টি। প্রতি সিমেস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

* রেজিস্টেশনের মেয়াদ ৮ (আট) বছর পর্যন্ত বহাল থাকবে

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা

* ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) পড়তে আগ্রহী আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে ৫০% নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ৩.৫০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত তথ্যঃ

শুধুমাত্র Online এ আবেদন করা যাবে।

আবেদনের সময়ঃ ৩০ মে, ২০২৩ থেকে ১৮ জুলাই, ২০২৩ পর্যন্ত।

লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৩ (সোমবার)।

লিখিত পরীক্ষার আসন বিন্যাসঃ ০৭ আগস্ট, ২০২৩ এর পর বাউবি’র ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ ১৮ আগস্ট, ২০২৩ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৩ (মঙ্গলবার)।

সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থানঃ ১০ সেপ্টেম্বর, ২০২০ (বার) সকাল ৯.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত হবে। ভিনের কার্যালয়, এসএসএইচএল, বাউবি’র মূল ক্যাম্পাস, কোর্ড বাজার, গাজীপুর-১৭০৫।

বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ (রবিবার)।

ভর্তিঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।

সর্বমোট ভর্তি ফিঃ ১২৩১০/- (বারো হাজার তিনশত দশ) টাকা। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।

ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ

* বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বণ্টন বাংলা- ২৫, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি-২৫ ও আন্তর্জাতিক বিষয়াবলি-২৫।

পাশ নম্বরঃ ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।

* প্রতি ব্যাচের আসন সংখ্যা ৬০।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে……………………

এলএলবি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজ ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।

তথ্যসূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট