বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল-এর অধীন ৪ বছর মেয়াদি বিএ (অনার্স): বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ এবং বিএসএস (অনার্স): রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়সমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন-এ osaps-এর মাধ্যমে আবেদন আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য ১২টি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি অনুষ্ঠিত হবে এবং ১২টি টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির সময় সকল টিউটোরিয়াল ক্লাস অনলাইনে গ্রহণ করা হবে। আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষা এবং নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে। উল্লেখযোগ্য, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে।
বৈশিষ্ট্যসমূহ
চার বছরে মোট ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স- ৩ ক্রেডিট), রেজিস্ট্রেশনের মেয়াদ ৮ (আট) বছর পর্যন্ত বহাল থাকবে।
প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি ২টি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে সাধারণত ৫টি কোর্সে রেজিস্ট্রেশন হয়। শিক্ষার্থী প্রয়োজনে প্রতি সেমিস্টারে ন্যূনতম ২টি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা
ক) মানবিক শাখা বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ (৫ এর মানে) / জিপিএ ২.০০ (৪ এর মানে) থাকতে হবে। সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে।
খ) সামাজিক বিজ্ঞান শাখা বিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৭৫ (৫.০০ এর মানে) / জিপিএ ২.২ (৪ এর মানে) থাকতে হবে। সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত তথ্য
শুধুমাত্র Online এ আবেদন করা যাবে।
আবেদনের সময়ঃ ২২ মে, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত।
লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৩।
লিখিত পরীক্ষার আসন বিন্যাসঃ ২৪ জুলাই, ২০২৩ এর পর বাউনির ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ ২৮ জুলাই, ২০২৩ শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশঃ ০১ আগস্ট, ২০২৩।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থানঃ ০৭/০৮/২০২৩, ০৮/০৮/২০২৩ ও ৯/০৮/২০২৩ সকাল ৯.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত হবে। ডিনের কার্যালয়, এসরাসএইচএল, বাউবি’র মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর।
বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৩।
ভর্তিঃ ২০ আগস্ট, ২০২৩ থেকে ০৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
সর্বমোট ভর্তি ফিঃ ৭৩১০/- (সাত হাজার তিনশত দশ) টাকা। আনুষঙ্গিক ও অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
ওরিয়েন্টেশন ও স্থানঃ ১৫/০৯/২০২৩, বোর্ড বাজার, গাজীপুর ক্যাম্পাসে।
ক্লাস শুরুঃ ২২/০৯/২০২৩
ভর্তি পরীক্ষা পদ্ধতি
* বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বণ্টন বাংলা- ২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলি-২৫ ও সাধারণ জ্ঞানঃ আন্তর্জাতিক বিষয়াবলি-২৫।
*পাশ নম্বরঃ 80। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
* প্রতি বিষয়ের আসন সংখ্যা ৬০ (ষাট)।
আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি…………….
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।