বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) -এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৩ ব্যাচ (জানুয়ারি-ডিসেম্বর) -এ ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন-এ osaps-এর মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
ভর্তির ন্যূনতম যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ভর্তির তারিখ ও আবেদনপত্র জমাদান: ০১ জুন, ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। Online-এ আবেদন সম্পন্ন করার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে Online-এ আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক / উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
Online -এ ভর্তির সময় যা প্রয়োজন:
(ক) শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি।
(খ) প্রদত্ত হিসাবানুসারে সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নাই) টাকা বিকাশ/ডিবিবিএল-এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।
ফি’র বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা; ডিজিটাল/প্লাস্টিক ID Card ফি ২০০ টাকা: রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা প্রতি কোর্স ফি ৭৩৫ টাকা হারে ১৪টি কোর্সের জন্য ২৯৪০ টাকা; একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা; পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা।
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন। টিউটোরিয়াল ক্লাস শুরু: ০৪ আগস্ট, ২০২৩।
আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি…………….
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।