বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামে ২০২৪ শিক্ষাবর্ষে (ব্যাচ- ২০২৪) ভর্তির জন্য https://osapsnew.bou.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতাঃ
* সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল / ফাজিল সমমানের ডিগ্রি। অথবা
* সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ‘আল-কুরআন ও তাজবিদ / “আল হাদিস/আরবি/আকাইদ ও ফিকহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অথবা
* ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি/সরকার অনুমোদিত মাদরাসা / স্কুলের শিক্ষক।
আবেদন সংক্রান্ত তথ্যঃ
* আবেদনের তারিখ: ১৬-০৮-২০২৩ থেকে ৩০-০১-২০২৩ তারিখ পর্যন্ত।
* আবেদন ফি: ৬০০ (ছয়শত) টাকা মাত্র।
* প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ: ০৯-১০-২০২৩ তারিখ।
* অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ১২-১০-২০২৩ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত।
* নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে।
* প্রার্থীকে অবশ্যই আবদনের কপি, User ID ও Password সংরক্ষণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে……………………
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।