বিএ এবং বিএসএস (দক্ষিণ কোরিয়া, নিশ-২) পরীক্ষা-২০২০ এর সময়সূচি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ এবং বিএসএস(বহিঃ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া, নিশ-২) পরীক্ষা-২০২০ এর ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব (www.bou.ac.bd) ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সময়সূচী দেখতে এখানে ক্লিক করুন

বিস্তারিত সময়সূচী  দেখুন………………

বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২০ এর সময়সূচি

বিশেষ নির্দেশাবলীঃ

ক) পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে স্ব অনলাইন পরীক্ষার প্লাটফর্মে সংযুক্ত হইবেন এবং প্রাপ্ত অনলাইন লিংকে প্রবেশ করিবেন। পরীক্ষা শুরু ১০ মিনিট পূর্বে পরীক্ষার্থীরা অনলাইন পরীক্ষার নির্দেশনা কোর্স শিক্ষক/অনলাইন পরিদর্শক এর নিকট হতে বুঝিয়া নিবেন ।

খ) পরীক্ষার জন্য ব্যবহৃত অনলাইন মিটিং প্লাটফর্মে অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের নামের পরিবর্তে শুধুমাত্র শিক্ষার্থী আইডি নম্বর ব্যবহার করিতে হবে;

গ) পরীক্ষার্থীকে অবশ্যই ভিডিও এবং মাইক্রোফোন সচল রেখে দৃশ্যমান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে।

ঘ) অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের পর পরীক্ষার্থীবৃন্দ প্রযোজ্য ক্ষেত্রে উত্তরপত্র আপলোড করিবার জন্য ৩০ মিনিট অথবা বাউবি’র সংশ্লিষ্ট স্কুলের স্কুল কমিটির সুপারিশকৃত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সময় পাইবেন। অনুমতি ব্যতীত নির্ধারিত এবং ধার্যকৃত অতিরিক্ত সময়ের মধ্যে কোনো পরীক্ষার্থী স্থান ত্যাগ করিতে পারিবেন না।

ঙ) কোনো পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র বুঝিতে অপারগ হইলে কর্তব্যরত সংশ্লিষ্ট কোর্স শিক্ষককে অবহিত করিবেন। সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সমাধানের জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি/স্কুলের কোর্স সংশ্লিষ্ট শিক্ষক এর সঙ্গে যোগাযোগ করিয়া তা পরীক্ষার্থীকে অবহিত করিবেন।

চ) পরীক্ষা শেষে পরীক্ষার্থীগণ উত্তরপত্র অনলাইন প্লাটফর্মে জমা প্রদান করিবেন অথবা বাউবি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো মাধ্যমে উত্তরপত্র জমা দিবেন। উত্তরপত্র জমা হয়েছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করিবেন ।

ছ) অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ/ পাওয়ার ব্যাকআপ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং বিকল্প হিসেবে পৰ্যন্ত মোবাইল ডাটার ব্যবস্থা করিতে হবে। জ) শারীরিক অসুস্থতা, কম্পিউটার, ল্যাপটপ বা অন্য উপকরণাদি সমস্যা বা ইন্টারনেট ত্রুটি/ বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো যৌক্তিক কারণে অনলাইন পরীক্ষার অংশগ্রহণে অপারল হইলে তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা কমিটির সভাপতি/ কোর্স শিক্ষক/ প্রোগ্রাম সমন্বয়কারী/সংশ্লিষ্ট স্কুলের ভিন-কে অবহিত করিতে হইবে।

ঝ) উপর্যুক্ত পরীক্ষা সময়সূচির যে কোনো পরিবর্তন বাউবি কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।