মেডিকেল-ডেন্টাল ভর্তির নীতিমালা-২০২২ প্রকাশ
মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২২ প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (https://mefwd.gov.bd) ওয়েবসাইটে। এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২২’ নামে অভিহিত হবে এবং ২০২১-২২ শিক্ষাবর্ষ হইতে এমবিবিএস/বিডিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে কার্যকরী হইবে।
প্রকাশিত মেডিকেল-ডেন্টাল ভর্তির নীতিমালাটি দেখুন এখানে
নীতিমালা অনুযায়ী প্রার্থীর যোগ্যতাঃ
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেবল সরকার কর্তৃক বিদেশিদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি ছাত্র-ছাত্রীগণ আবেদন করিতে পারিবেন।
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগসহ এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ পয়েন্ট হইতে হইবে।
পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ পয়েন্ট হইতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্টের কম গ্রহণযোগ্য নহে।
এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই Physics, Chemistry ও Biology থাকিতে হইবে এবং জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকিতে হইবে।
যেই শিক্ষাবর্ষের জন্য মেডিকেল/ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেই শিক্ষাবর্ষে বা পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করিতে হইবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তাহার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী ০৩ (তিন) শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হইতে হইবে।
‘ও’ লেভেল এর জন্য ০৩ (তিন) টি বিষয় Physics, Chemistry ও Biology থাকিতে হইবে এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ বিষয় এবং অতিরিক্ত বিষয়ে GPA ২.০০ পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করে GPA নির্ধারণ করা হইবে। তবে সর্বোচ্চ জিপিএ ৫.০০ পয়েন্ট এর বেশি হইবে না । ‘এ’ লেভেলের জন্য স্থানীয় ০৩ (তিন) টি বিষয় Physics, Chemistry, Biology থাকিতে হইবে। কিন্তু জিপিএ নির্ধারণের জন্য সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যেই কোনো ০৩ (তিন) টি বিষয় বিবেচনায় আনা হইবে। অতিরিক্ত বিষয়ে জিপিএ ২.০০ পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করিয়া জিপিএ নির্ধারণ করা হইবে। তবে সর্বোচ্চ জিপিএ ৫.০০ পয়েন্ট এর বেশি হইবে না।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।