আইএমএস মডিউলে স্কুল-কলেজের তথ্য হালনাগাদ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) তথ্য Institute Management System (IMS) মডিউলে হালনাগাদ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী আগামী ২০-০২-২০২৩ তারিখের মধ্যে আইএমএস মডিউলে স্কুল-কলেজের তথ্য হালনাগাদ করতে হবে।

আরও দেখুনঃ IMS মডিউলে তথ্য হাল নাগাদ করবেন যেভাবে

ims module

ims module

 

আইএমএস মডিউলে স্কুল-কলেজের তথ্য প্রদানের সুবিধার্থে ইউজার ম্যানুয়ালের সহায়তা নেওয়া যেতে পারে আর সে জন্য emis.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত Institute Management System (IMS) ইউজার ম্যানুয়ালের সহায়তা নিতে ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করুন।

ইউজার ম্যানুয়ালটির (PDF) ডাউনলোড করুন  এখানে

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।

তথ্য সুত্রঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট