বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ১ম ও ২য় সিমেস্টার পরীক্ষার সময়সূচি-২০২১ (২২১ টার্ম) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। সময়সূচী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (www.bou.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে……..
বিঃদ্র-১: ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সর্বশেষ পরীক্ষা।
বি: দ্র:-২: নির্ধারিত কাজ, শিক্ষায় গবেষণা (EDBN 2403) এবং কর্মসহায়ক গবেষণা (EDBN 2317)-এর রিপোর্ট সংশ্লিষ্ট পরীক্ষার দিন জমা দিতে হবে।
বি: দ্র:-৩: – গাজীপুর “বাউরি মডেল স্যাডি সেন্টারের ১ম সিমেস্টার (শিক্ষাবর্ষ ২০২০-২০২১, ব্যাচ- ২০২১)-এর মৌখিক পরীক্ষা ২১-০৩-২০২৩ তারিখে (সকাল ৯:০০টা থেকে শুরু হয়ে বিকাল ৪:০০টা থেকে পর্যন্ত চলবে) অনুষ্ঠিত হবে এবং ২য় সিমেস্টার (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ ব্যাচ- ২০২০) এর মৌখিক পরীক্ষা ০৪-০৪-২০২৩ তারিখে (সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪:০০টা পর্যন্ত চলবে) অনুষ্ঠিত হবে। এবং
১ম সিমেস্টার (শিক্ষাবর্ষ ২০২০-২০২১ ব্যাচ ২০২১) এর শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (EDBN 1403) বিষয়ের এবং ২য় সিমেস্টার (অনিয়মিত) ‘মৌলিক কম্পিউটার দক্ষতা (IDBN- 2318)’ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৮-০৩-২০২৩ তারিখে (সকাল ৯:০০টা থেকে শুরু হয়ে বিকাল ৪:০০টা থেকে পর্যন্ত চলবে) অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।
শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোভিড-১৯ ভাইরাস সংক্রান্ত বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যে কোন পরিবর্তন করতে পারবে।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।