তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব-০২

আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ, সরল ও অত্যাধুনিক।

তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।

১। ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টির পদ্ধতির নাম-

ক) Out Sourcing খ) Income Sourcing গ) Internet Service ঘ) SMS Service

উত্তর: ক) Out Sourcing

২। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি।

ক) রেডিও খ) মোবাইল গ) টেলিভিশন ঘ) সংবাদপত্র

উত্তর : খ) মোবাইল

৩। কোনো জরুরী লিখিত তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক) NIC খ) FAX গ) EPOS গ) GPS

উত্তর: খ) FAX

৪। কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন করেছে?

ক) ই-পুর্জি খ) ইন্ট্রানেট গ) কম্পিউটার ঘ) পরিসেবার বিল পরিশোধ

উত্তর: খ) ইন্ট্রানেট

৫। নিচের কোনটি outsourcing এর সাইট?

ক) www.outsourcing.com খ) www.elance.com গ) www.google.com ঘ) www.bbc.gov.com

উত্তর: খ) www.elance.com

৬। ই-পূর্জির মাধ্যমে-

ক) পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় খ) জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা যায় গ) টাকা স্থানান্তরের সহজ মাধ্যম ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র

উত্তর: ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র

৭। বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরকারি কোন মাধ্যমে পাওয়া যায়?

ক) bdjobs খ) Internet গ) roc.gov.bd ঘ) NCTB

উত্তর: খ) Internet

৮। Connectivity is productivity-এর অর্থ কী?

ক) সংযুক্তিই উৎপাদনশীলতা খ) উৎপাদনশীলতাই সংযুক্তি গ) উৎপাদনশীলতা বাড়ে ঘ) সংযুক্তি তৈরি করে

উত্তর ক) সংযুক্তিই উৎপাদনশীলতা

৯। একমুখী পদ্ধতিকে ইংরেজীতে কী বলে?

ক) ন্যারোকাস্ট খ) মাল্টিকাস্ট গ) ব্রডকাস্ট ঘ) ইউনিকাস্ট

উত্তর : গ) ব্রডকাস্ট

১০। কোনটি বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল?

ক) www.roc.gov.bd খ) www.ebook.gov.bd গ) www.bangladesh.gov.bd ঘ) www.bangladesh.gov

উত্তর : গ) www.bangladesh.gov.bd

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।