প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর।

১। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?

ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি

২। তিমি এক ধরনের-

ক. স্তন্যপায়ী প্রাণী খ. প্রাণী গ. মাছ ঘ. সরীসৃপ

৩। রক্ত জমাট বাঁধায় কোন কণিকা অংশ নেয়?

ক. লোহিত রক্তকণিকা খ. শ্বেত রক্তকণিকা গ. অণুচক্রিকা ঘ. অণুচক্রিকা ও লোহিত রক্তকণিকা

৪। কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে?

ক. সাপ খ. প্রজাপতি গ. তেলাপোকা ঘ. কেঁচো

৫। উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে-

ক. ব্যাপন খ. বাষ্পীভবন গ. শ্বসন ঘ. প্রস্বেদন

৬। পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক. নাইট্রোজেন খ. পটাশিয়াম গ. ম্যাগনেসিয়াম ঘ. আয়রন

৭। অর্কিড কী ধরনের উদ্ভিদ?

ক. পরাশ্রয়ী খ. মিথোজীবী গ. ক+খ ঘ. কোনোটি নয়

৮। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়?

ক. গেওয়া খ. শাল গ. সুন্দরী ঘ. কেওড়া

৯। মানবদেহে মোট কশেরুকার সংখ্যা-

ক. ৩১টি খ. ৩২টি গ. ৩৩টি ঘ. ৩৪টি

১০। দেহ গঠনে কোন উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন?

ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. ভিটামিন

১১। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য-

ক. ভিটামিন-এ খ. ভিটামিন সি গ. লৌহ ঘ. ক্যালসিয়াম

১২। ডায়াবেটিসের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহৃত হয়?

ক. ভিটামিন খ. পেনিসিলিন গ. ইনসুলিন ঘ. এড্রিজেলিন

১৩। বহুরূপী মৌল কোনটি?

ক. ক্যালসিয়াম খ. কার্বন গ. সোডিয়াম ঘ. অ্যালুমিনিয়াম

১৪। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. কোনটিই নয়

১৫। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-

ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন গ. মিথেন ঘ. হিলিয়াম

১৬। E=mc2 সূত্রের আবিষ্কারক কে?

ক. গ্যালিলিও খ. নিউটন গ. আর্কিমিডিস ঘ. আইনস্টাইন

১৭। ক্ষমতার একক কোনটি?

ক. ক্যালোরি খ. ওয়াট গ. জুল ঘ. নিউটন

১৮। ল্যাপটপ হল-

ক. মেমোরি খ. ছোট কম্পিউটার গ. এক্সরে যন্ত্র ঘ. কোনটিই নয়

১৯। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

ক. ভারতে খ. পাকিস্তানে গ. শ্রীলংকায় ঘ. আফগানিস্তানে

২০। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি-

ক. নেপাল খ. ভুটান গ. শ্রীলংকা ঘ. মালদ্বীপ

উত্তর ১.খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.খ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ঘ

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

Leave a Comment