প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……

০১. নাইন ড্যাস লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগরে অবস্থিত?

ক. জাপান সাগর খ. বঙ্গোপসাগর গ. দক্ষিণ চীন সাগর ঘ. ফিলিপাইন সাগর

০২. আন্তর্জাতিক সম্পর্কের উপক্ষেত্র হিসাবে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুটির কোন সময়ে উদ্ভব ঘটে?

ক. প্রথম বিশ্বযুদ্ধের পর পর খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর

গ. ভিয়েতনাম যুদ্ধের পর পর ঘ. সোভিয়েত ইউনিয়ন পতনের পর পর

০৩. ঊনবিংশ শতাব্দীর প্রথম প্রান্তিকে ‘ভিয়েনা কংগ্রেস’ কোন অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হয়?

ক. এশিয়া খ. আফ্রিকা গ. আমেরিকা ঘ. ইউরোপ

০৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে Concert of Europe বলতে ইউরোপের কোন বিষয়টিকে বোঝানো হয়েছে?

ক. ক্ষমতা বৃদ্ধি খ. সাংস্কৃতিক সম্পর্ক গ. ক্ষমতার ভারসাম্য ঘ. অর্থনৈতিক উন্নয়ন

০৫. IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. রোম খ. ভিয়েনা গ. গ্লান্ড, সুইজারল্যান্ড ঘ. জেনেভা

০৬. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?

ক. চীনা খ. ফরাসি গ. আরবি ঘ. পর্তুগিজ

০৭. কোরীয় সংকটকে কেন্দ্র করে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের কোন পরিষদে গৃহীত হয়?

ক. অছি পরিষদে খ. সাধারণ পরিষদে গ. নিরাপত্তা পরিষদে ঘ. সচিবালয়ে

০৮. মানবাধিকার বাস্তবায়নের জন্য কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ১৯৪৮ সালে খ. ১৯৫৫ সালে গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে

০৯. ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?

ক. ২২ এপ্রিল খ. ২২ মে গ. ২২ জুন ঘ. ২২ জুলাই

১০. ‘মন্ট্রিল প্রটোকল’ কবে স্বাক্ষরিত হয়?

ক. ১৯৭৯ সালে খ. ১৯৮৩ সালে গ. ১৯৮৭ সালে ঘ. ১৯৮৯ সালে

১১. বিশ্বের সবচেয়ে বৃহত্তম অ-রাষ্ট্রীয় কর্মকর্তা-

ক. World Bank খ. WTO গ. United Nations ঘ. Commonwealth

১২. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

ক. মন্টিনিগ্রো খ. উত্তর মেসিডোনিয়া গ. রাশিয়া ঘ. তুরস্ক

১৩. ‘করতারপুর করিডোর’ কোন দুই দেশের সংযোগকারী করিডোর?

ক. ভারত-পাকিস্তান খ. ভারত-বাংলাদেশ গ. কাতার-মিসর ঘ. ইরান-তুরস্ক

১৪. মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিক সব অধিকার বাতিল করে-

ক. ১৯৬২ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯১ সালে

১৫. নিচের যে সংস্থাটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত নয়-

ক. BIMSTEC খ. CIRDAP গ. IJGS ঘ. BRICS

১৬. ‘সার্ক বন কেন্দ্র’ কোথায় অবস্থিত?

ক. কলম্বো, শ্রীলংকা খ. কাঠমুন্ডু, নেপাল গ. ইসলামাবাদ, পাকিস্তান ঘ. থিম্পু, ভুটান

১৭. ‘নাইস-ড্যাস’ হচ্ছে-

ক. দক্ষিণ চীন সাগরে জাপানের সীমারেখা খ. পূর্ব চীন সাগরে চীনের সীমারেখা

গ. দক্ষিণ চীন সাগরে চীনের সীমারেখা ঘ. পূর্ব চীন সাগরে চীনের সীমারেখা

১৮. গ্রিন ডিল (Green Deal) চুক্তিটি স্বাক্ষরিত হয়-

ক. সুইজারল্যান্ড খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. ইতালি

১৯. উহান চীনের কোন প্রদেশের রাজধানী?

ক. হুবেই খ. জিনজিয়াং গ. বেইজিং ঘ. হুনান

২০. ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালিত হয়-

ক. ৮ মার্চ খ. ৯ আগস্ট গ. ২৬ জুন ঘ. ২০ নভেম্বর

উত্তর : ১গ, ২খ, ৩ঘ, ৪গ ৫গ, ৬ঘ, ৭খ, ৮খ, ৯খ, ১০গ, ১১গ, ১২খ, ১৩ক, ১৪খ, ১৫ঘ, ১৬ঘ, ১৭গ, ১৮গ, ১৯ক, ২০খ।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।