মাধ্যমিক স্তরের শিক্ষকদের পিডিএস আইডি সংগ্রহের পদ্ধতি

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট-১)’ অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ইউনিসেফের সহায়তায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট ১)’ অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করে মুক্তপাঠে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর মাধ্যমিক স্তরের শিক্ষকদের মুক্তপাঠের ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট (১)’ অনলাইন প্রশিক্ষণটি গ্রহণ করতে লাগবে PDS আইডি।

আসুন দেখি কিভাবে আপনার PDS আইডি সংগ্রহ করবেনঃ

PDS আইডি সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে https://emis.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর নিচের ছবিমত একটি পেজ ওপেন হবে-

এরপর Portal বাটনে ক্লিক করুন।

শিক্ষা প্রতিষ্ঠান/অফিসের ধরন নির্বাচন করুনে ক্লিক করুন-

এরপর শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করুন-

শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করার পর নিচের ছবিমত একটি পেজ ওপেন হবে-

এরপর শিক্ষা অঞ্চলে ক্লিক করে আপনার শিক্ষা অঞ্চল নির্বাচন করুন-

একইভাবে আপনার জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠান নির্বাচন করুন।

তারপর আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা দেখতে পাবেন।

এছাড়া প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে সহজেই PDS আইডি সংগ্রহ করার পদ্ধতিঃ

প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে সহজ পদ্ধতিতে আপনার PDS আইডি সংগ্রহ করতে https://emis.gov.bd এই সাইটে প্রবেশ করে Portal বাটনে ক্লিক করুন, এরপর শিক্ষা প্রতিষ্ঠান/অফিসের ধরন নির্বাচন করুনে ক্লিক করুন-তারপর শিক্ষা প্রতিষ্ঠান এ ক্লিক করুন- এরপর আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর দিন এবং Enter এ ক্লিক করুন।

এরপর আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা দেখতে পাবেন।

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক/কর্মচারীর পিডিএস নম্বর পাবেন।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।