Sentence কাকে বলে ? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা।

Sentence কাকে বলে ? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বর্ণনা।

দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ শুদ্ধরূপে প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলা হয়।

Sentence কত প্রকার ও কি কি?

Sentence কে সাধারণত পাঁচ ভাগে বিভক্ত করা হয়ঃ

  1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
  2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
  3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
  4. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনমূলক বাক্য)
  5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)

আরও দেখুনঃ Gender কাকে বলে ? কত প্রকার ও কি কি?

আসুন এবার দেখে নেই বিভিন্ন প্রকার Sentence এর বিস্তারিত আলোচনা।

Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা কোন কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে ।

যেমনঃ আমি ভাত খাই- I eat rice. সে ভাত খায়না – He does not eat rice.

Assertive Sentence আবার দুই ভাগে বিভক্তঃ

Affirmative Sentence (হ্যাঁ বোধক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা কোন কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বোধক উত্তর দেওয়া হয় তাকে Affirmative Sentence বলে।

যেমনঃ তাহাঁরা মাঠে ফুটবল খেলে। They play football in the field.

Negative Sentence (না বোধক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা কোন কিছু অস্বীকার করা হয় বা না বোধক উত্তর দেয়া হয় তাকে Negative Sentence বলে।

যেমনঃ হাসান বিদ্যালয়ে যায় না। Hasan does not go to school.

Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা কোন প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বলে।

যেমনঃ তুমি কি আমাকে চেন?- Do you know me? তোমার নাম কি? What is your name? তুমি কি ফুটবল খেল? Do you play football?

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে ।

যেমনঃ বাইরে যাও – Go out. মিথ্যা কথা বলিও না – Do not tell a lie.

Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনমূলক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ পায় বা করা হয় তাকে Optative Sentence বলে।

যেমনঃ তুমি দীর্ঘজীবী হও – May you live long. আল্লাহ তোমার মঙ্গল করুক- May Allah bless you.

Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য): যে sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, বিষাদ ইত্যাদি প্রকাশ করে তখন তাকে Exclamatory Sentence বলে।

যেমন: বাহ!পাখিটি কি সুন্দর- What a fine bird it is! হায়! আমার পোড়া কপাল- Alas! I am undone.

Leave a Comment