বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ এবং এমএসএস (১ম পর্ব: ১ বছর মেয়াদি) প্রোগ্রাম শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪-এ ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন-এ osaps (https://osapsnew.- bou.ac.bd)-এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ভর্তির বিষয় সমূহঃ
এমএ: বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ
এমএসএস: রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা
০৩ (তিন) টি পাবলিক পরীক্ষা যথাক্রমে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান এবং বিএ/বিএসএস/বিকম/বিএসসি/সমমান পরীক্ষার যে কোনো দু’টিতে ২য় বিভাগ বা ২.৫০ জিপিএ/সিজিপিএ (৫ এর মানে) এবং জিপিএ/সিজিপিএ ২.০০ (৪ এর মানে) প্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময়ঃ ৩০ মার্চ, ২০২৪ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বাউবি’র www.bou.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।