আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ, সরল ও অত্যাধুনিক।
তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।
১। ছবির ডিজিটাল প্রতিলিপি করার ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়।
ক) প্লটার খ) কী-বোর্ড গ) প্রিন্টার ঘ) স্ক্যানার
উত্তরঃ ঘ) স্ক্যানার
২। ক্যামেরায় তোলা ছবি সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক) রম খ) র্যাম গ) প্রসেসর ঘ) হার্ডডিস্ক
উত্তরঃ ঘ) হার্ডডিস্ক
৩। একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়?
ক) মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা খ) ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন গ) কম্পিউটার ও মাইক্রোফোন ঘ) কম্পিউটার ও ওয়েবক্যাম
উত্তরঃ খ) ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন
৪। কম্পিউটারে ইনপুট দেয়ার প্রধান যন্ত্র কী?
ক) কী বোর্ড খ) মাউস গ) OMR ঘ) OCR
উত্তরঃ ক) কী বোর্ড
৫। কী বোর্ড সাধারণত কোন ভাষায় হয়?
ক) বাংলা খ) ইংরেজী গ) আরবি ঘ) মানবিক
উত্তরঃ খ) ইংরেজী
৬। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক) RAM খ) ROM গ) Hard Disk ঘ) Mouse
উত্তরঃ ঘ) Mouse
৭। কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় কিভাবে?
ক) মাউসটি নড়াচড়া করে। খ) তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে। গ) পয়েন্টার অনেক বড় করে। ঘ) পয়েন্টার অনেক ছোট করে।
উত্তরঃ খ) তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে
৮। সাধারণ প্রোগ্রাম খোলার জন্য প্রোগ্রামের আইকনের ওপর বাম বাটনে কয়বার ক্লিক করতে হয়?
ক) ১ বার খ) পর পর ২ বার গ) পর পর ৩ বার ঘ) পর পর ৪ বার
উত্তরঃ খ) পর পর ২ বার
৯। গান বা যে কোন ধরনের শব্দ কম্পিউটারে ইনপুট দেওয়ার ব্যবহৃত যন্ত্রটির নাম কী?
ক) মাউস খ) মাইক্রোফোন গ) কী-বোর্ড ঘ) ওসিআর
উত্তরঃ খ) মাইক্রোফোন
১০। ডিজিটাল ক্যামেরা কী ধরনের পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে?
ক) USB পোর্ট খ) সিরিয়াল পোর্ট গ) PS/2 পোর্ট ঘ) প্যারালাল পোট
উত্তরঃ ক) USB পোর্ট
১১। ল্যাপটপে ওয়েবক্যাম কিভাবে যুক্ত থাকে?
ক) এক্সটারনালি খ) ইন্টারনালি গ) হার্ডওয়ার হিসেবে ঘ) PS/2 পোর্টে
উত্তরঃ গ) হার্ডওয়ার হিসেবে
১২। স্ক্যানার একটি কী ধরনের যন্ত্র?
ক) ইনপুট খ) আউটপুট গ) ইনপুট ও আউটপুট ঘ) মডেম
উত্তরঃ ক) ইনপুট
১৩। OMR এর পূর্ণরূপ কী?
ক) Operational Mark Reader খ) Optical Mark Reader
গ) Optimum Mark Reader ঘ) Optical Marker Reader
উত্তরঃ খ) Optical Mark Reader
১৪। OMR কীভাবে তথ্য বুঝতে পারে?
ক) আলোর ব্যতিচার বিচার করে। খ) আলোর প্রতিফলন বিচার করে। গ) আলোর প্রতিসরণ বিচার করে। ঘ) আলোর প্রতিফলন এবং প্রতিসরণ বিচার করে।
উত্তরঃ খ) আলোর প্রতিফলন বিচার করে
১৫। RAM এর পূর্ণ রূপ কোনটি?
ক) Random Accessiable Memory খ) Read Access Memory গ) Random Access Memory ঘ) Read Accessiable Memory
উত্তরঃ গ) Random Access Memory
১৬। মেমোরির গতির একক কোনটি?
ক) Hz খ) Byte গ) Bit ঘ) Cycle
উত্তরঃ ক) Hz
১৭। ১ কিলোবাইট = কত বাইট?
ক) ১০২৪ বাইট খ) ১০২০ বাইট গ) ১০২৪১০২৪ বাইট ঘ) ১০০০ বাইট
উত্তরঃ ক) ১০২৪ বাইট
১৮। প্রসেসর প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য কোথায় জমা করে?
ক) রম-এ খ) মাদারবোর্ডে গ) র্যাম-এ ঘ) মনিটরে
উত্তরঃ গ) র্যাম-এ
১৯। টুইটারের ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাকে মনোভাব প্রকাশ ও আদান-প্রদান করতে হয়?
ক) ১২০ খ) ১৪০ গ) ১৬০ ঘ) ১৮০
উত্তরঃ খ) ১৪০
২০। কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?
ক) টুইটার খ) ফেসবুক গ) ই-মেইল ঘ) স্কাইপি
উত্তরঃ ক) টুইটার
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।