আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ, সরল ও অত্যাধুনিক।
তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।
১। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক) RAM খ) ROM গ) Hard Disk ঘ) Mouse
উত্তরঃ ঘ) Mouse
২। স্ক্যানার একটি কী ধরনের যন্ত্র?
ক) ইনপুট খ) আউটপুট গ) ইনপুট ও আউটপুট ঘ) মডেম
উত্তরঃ ক) ইনপুট
৩। মাল্টিমিডিয়া প্রজেক্টের হলো একটি?
ক) ইলেক্ট্রনিক যন্ত্র খ) অপটিক্যাল যন্ত্র গ) ইলেক্ট্রো অপটিক্যাল যন্ত্র ঘ) ম্যাগনেটিক যন্ত্র।
উত্তরঃ গ) ইলেক্ট্রো অপটিক্যাল যন্ত্র
৪। ১ কিলোবাইট = কত বাইট?
ক) ১০২৪ বাইট খ) ১০২০ বাইট গ) ১০২৪১০২৪ বাইট ঘ) ১০০০ বাইট
উত্তরঃ ক) ১০২৪ বাইট
৫। ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক) টাচস্ক্রিন মনিটর খ) মাউস গ) কী-বোর্ড ঘ) নোট প্যাড
উত্তরঃ ক) টাচস্ক্রিন মনিটর
৬। মাল্টিমিডিয়া প্রজেক্টের ব্যবহৃত হয় নিচের কোনটির জন্য?
ক) ইমেজকে সমতলে ফেলার জন্য খ) ইমেজকে বক্রতলে ফেলার জন্য গ) শুধুমাত্র ভিডিও দেখার জন্য ঘ) ফুটবল খেলা দেখার জন্য
উত্তরঃ ক) ইমেজকে সমতলে ফেলার জন্য
৭। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়?
ক) ই-মেইল খ) স্কাইপি গ) ই-কমার্স ঘ) সার্চ-ইঞ্জিন
উত্তরঃ ঘ) সার্চ-ইঞ্জিন
৮। হার্ডডিস্কের চাকতিগুলোকে কী বলে?
ক) বাটার খ) প্লটার গ) ব্লাটার ঘ) চাকতির সেক্টর
উত্তরঃ খ) প্লটার
৯। তথ্যের ধারক কোনটি?
ক) প্রিন্টার খ) মনিটর গ) মেমোরি ঘ) প্লটার
উত্তরঃ গ) মেমোরি
১০। প্রধান মেমোরি কত প্রকার?
ক) এক প্রকার খ) দুই প্রকার গ) তিন প্রকার ঘ) চার প্রকার
উত্তরঃ খ) দুই প্রকার
১১। অফিস-আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কী ব্যবহৃত হচ্ছে?
ক) সুপার কম্পিউটার খ) টাইপরাইটার গ) ক্যালকুলেটর ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
উত্তরঃ ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১২। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক) রম খ) র্যাম গ) প্রসেসর ঘ) হার্ডডিস্ক
উত্তরঃ ঘ) হার্ডডিস্ক
১৩। আধুনিক কম্পিউটার কী-বোর্ডের ধারণা এসেছে নিচের কোনটি থেকে?
ক) টাইপ রাইটার খ) মাউস গ) ওসিআর ঘ) ওএমআর।
উত্তরঃ ক) টাইপ রাইটার
১৪। মাউস ব্যবহৃত হয় কোন সিস্টেমে?
ক) ডস অপারেটিং সিস্টেমে খ) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে গ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে ঘ) বর্ন ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে
উত্তরঃ গ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে
১৫। কত সালে ফেসবুক চালু হয়?
ক) ২০০১ খ) ২০০৩ গ) ২০০৪ ঘ) ২০০৫
উত্তরঃ গ) ২০০৪
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।