আধুনিক জীবন যাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম ইহা মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাপনকে করেছে সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম ইহার বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হয়েছে যা প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। মানুষের জীবনযাপনকে সহজ, সরল করতে এবং মানবজাতির কল্যাণে তথ্য-প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনের চালু হয় কখন?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ WWW এর পূর্ণরূপ কি?
উত্তরঃ World Wide Web.
৪। প্রশ্নঃ HTML এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Hype Text Markup Language
৫। প্রশ্নঃ ইন্টারনেট জগতে প্রথম ডোমেইনের নাম কি?
উত্তরঃ ডট কম ।
৬। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয়?
উত্তরঃ ২১ মার্চ, ২০০৬ সালে।
৭। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে, নোয়া গ্লাস, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় কবে?
উত্তরঃ ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সালে ।
৯। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ।
১০। প্রশ্নঃ FACEBOOK এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ California
১১। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
উত্তরঃ টেলি মেডিসিন।
১২। প্রশ্নঃ ফ্লিকার কি?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট।
১৩। প্রশ্নঃ ইউটউব কি?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট।
১৪। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ চাদ হার্লি, স্টিভ চেম, জাওয়েদ করিম।
১৫। প্রশ্নঃ স্প্যাম কি?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
১৬। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
১৭। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
১৮। প্রশ্নঃ Google কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ খ্রিঃ
১৯। প্রশ্নঃ ROM এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ Read Only Memory
২০। প্রশ্নঃ Printer কি ধরনের device?
উত্তরঃ Output
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।