প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……

 

১। বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

ক) নাফ নদী খ) হাড়িয়াভাঙ্গা নদী গ) গঙ্গা নদী ঘ) কুলিখ নদী

উত্তরঃ খ

২। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৬৮ খ) ১৯৮৫ গ) ১৯৭১ ঘ) ১৯৫২

উত্তরঃ গ

৩। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি?

ক) ৩  খ) ৪ গ) ৫ ঘ) ৬

উত্তরঃ গ

৪।বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক?

ক) পাহাড়ি ভূমি খ) প্লাবন সমভূমি গ) টারশিয়ারি যুগের পাহাড় ঘ) প্লাইসটোসিনকালের সোপানসমূহ

উত্তরঃ খ

৫। চর নিউটন কোথায় অবস্থিত?

ক) ভোলায় খ) সুন্দরবনের দক্ষিণে গ) পঞ্চগড় ঘ) ফেনী

উত্তরঃ ক

৬। অস্ট্রিক জাতির অপর নাম কী?

ক) আর্য খ) শঙ্কর গ) নিষাদ ঘ) সেমীয়

উত্তরঃ গ

৭। ঢাকা সর্বশেষ কবে বাংলার রাজধানী হয়?

ক) ১৬১০ খ) ১৬৬০ গ) ১৯০৫ ঘ) ১৯৪৭

উত্তরঃ ঘ

৮। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?

ক) চট্টগ্রাম খ) ফরিদপুর গ) সিলেট ঘ) ঢাকা

উত্তরঃ ঘ

৯। কৌটিল্য কার ছদ্মনাম?

ক) বিন্দুসার খ) বৃহদ্রথ গ) চাণক্য ঘ) মহাসামন্ত

উত্তরঃ গ

১০।  কোন সম্রাটকে ‘ভারতীয় নেপোলিয়ন’ বলা হতো?

ক) চন্দ্রগুপ্ত খ) সমুদ্রগুপ্ত গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘ) গোপচন্দ্র

উত্তরঃ খ

১১. কৌলিন্য প্রথার প্রবর্তক কে?

ক) বল্লাল সেন খ) লক্ষ্মণ সেন গ) হেমন্ত সেন ঘ) বিজয় সেন

উত্তরঃ ক

১২। বাংলাদেশে বিশ্ববাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) নারায়ণগঞ্জ ঘ) সিলেট

উত্তরঃ খ

১৩. মাৎস্যন্যায় কত বছর বিদ্যমান ছিল?

ক) ৫০ বছর খ) ৮০ বছর গ) ৫৩ বছর ঘ) ১০০ বছর

উত্তরঃ ঘ

১৪। হাজং উপজাতিদের বসবাস কোথায়?

ক) ময়মনসিংহ ও নেত্রকোনা খ) কক্সবাজার ও রামু গ) রংপুর ও দিনাজপুর ঘ) সিলেট ও মণিপুর

উত্তরঃ ক

১৫।  ভারতীয় উপমহাদেশের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ক) পৃত্থীরাজ চৌহান খ) মুহাম্মদ ঘুরি গ) সুলতান মাহমুদ ঘ) মহাকবি ফেরদৌসি

উত্তরঃ খ

১৬। বাংলাদেশের গণহত্যা দিবস কবে?

ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৫ মার্চ গ) ২৬ মার্চ ঘ) ১৪ ডিসেম্বর

উত্তরঃ খ

১৭। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?

ক) গৌড় খ) পুন্ড্র গ) বঙ্গ ঘ) রাঢ়

উত্তরঃ খ

১৮। কোন জেলায় একটি সংসদীয় আসন রয়েছে?

ক) কক্সবাজার খ) রাঙামাটি গ) মানিকগঞ্জ ঘ) নাটোর

উত্তরঃ খ

১৯। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?

ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ) ১৬ ডিসেম্বর ১৯৮০ গ) ১৬ ডিসেম্বর ১৯৮১ ঘ) ১৬ ডিসেম্বর ১৯৮২

উত্তরঃ ক

২০।  বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?

ক) সেনটমার্টিন খ) লালপুর গ) লালমোহন ঘ) হাজীপুর

উত্তরঃ ঘ

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।