নেকটারে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়াতে সরাসরি ও অনলাইনে নিম্নবর্নিত প্রশিক্ষণ কোর্সসমূহে প্রশিক্ষণ গ্রহণের নিমিত্তে ন্যূনতম এইচএসসি পাশ/সমমান আগ্রহী প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাকযোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

নেকটারের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে………

নেকটারে ভর্তির বিজ্ঞপ্তি

 

প্রশিক্ষণ কোর্সের নাম ও মেয়াদঃ

১। সিসকো নেটওয়ার্ক সিকিউরিটি (১ম) ১০০ ঘন্টা/৩৩ দিন। (সপ্তাহে ৩দিন)

২। ভিডিও এডিটিং (১৬তম) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫দিন)

৩। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, লেভেল-৪ (৩য়) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫ দিন)

৪। ফান্ডামেন্টাল অফ ওয়েবপেজ ডিজাইন (৪০তম) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫ দিন)

৫। জাভাস্ক্রীপ্ট (৪র্থ) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫দিন)

৬। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, লেভেল-৩ (৭ম) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫দিন)

৭। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (৪৭তম) ৬০ ঘন্টা/২০ দিন। (সপ্তাহে ৫দিন)

আবেদনের শর্তাবলীঃ

১। আবেদনকারীগণকে ছবি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যাদিসহ (স্ক্যানকপি) : www.nactar.gov.bd অথবা www.naetar.org ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে।

২। নেকটার ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংক www.naetar.org/admit.php -এর মাধ্যমে আবেদনকারীগণকে পরীক্ষার আগের দিন প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৩। ১ নং ক্রমিক্রের জন্য কম্পিউটার সম্পর্কিত ও ২-৭ ক্রমিকের জন্য আইসিটি, বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৪। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি ফি জমার বিষয়ে ১নং ক্রমিকের জন্য ১৭/১২/২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় এবং ২ থেকে ৭নং ক্রমিকের জন্য ১১/১২/২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় নেকটার ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে।

৫। অনলাইনে পরীক্ষার লিংক নির্ধারিত সময়ের পূর্বে www.naetar.org আবেদনকৃত ইমেইলে পাওয়া যাবে।

প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ সুবিধাদিঃ

* পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান।

* নারীদের জন্য ৩০% কোটা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যক্তিদের জন্য ২% কোটা সংরক্ষণ।

বিঃ দ্রঃ কর্তৃপক্ষ যে কোন সময়ে উক্ত সময় সূচির পরিবর্তন করতে পারবেন।

facebook নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।