বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (বাংলা) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। ‘ব্রাহ্মণ’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. ষ্ + ম খ. হ্ + ম গ. ক্ + ষ ঘ. ম্ + ণ
২। কোনটি ‘ময়মনসিংহ গীতিকা’র উপখ্যান?
ক. বিদ্যাসুন্দর খ. পদ্মিনী উপাখ্যান গ. কঙ্ক ও লীলা ঘ. কাফন চোরা
৩। ‘গুলে বকাওলী’ গ্রন্থটি কার লেখা?
ক. মালাধর বসু খ. সাবিরিদ খাঁ গ. আলাওল ঘ. নওয়াজিশ খান
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?
ক. শেষের কবিতা খ. গোরা গ. নৌকাডুবি ঘ. চোখের বালি
৫। মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
ক. গদ্যনির্ভর খ. রূপকথানির্ভর গ. ধর্মনির্ভর ঘ. কল্পনানির্ভর
৬। ‘ময়মনসিংহ গীতিকা’র অন্তর্গত পালা কোনটি?
ক. গোপীচাঁদের সন্ন্যাস খ. ময়নামতির গান গ. গোরক্ষবিজয় ঘ. দেওয়ানা মদিনা
৭। চর্যাপদ কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. পয়ার
৮। ‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. কায়কোবাদ ঘ. মীর মশাররফ হোসেন
৯। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. সাধু রীতি খ. চলিত রীতি গ. কথ্য রীতি ঘ. আঞ্চলিক রীতি
১০। যে পদের সঙ্গে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ক. ধাতু প্রত্যয় খ. প্রাতিপদিক গ. সাধিত পদ ঘ. কৃদন্ত পদ
১১। অপপ্রয়োগ নয় কোনটি?
ক. মাহান্ত্য খ. বিবাদমান গ. বৈচিত্র্য ঘ. সম্ভ্রান্তশালী
১২। ‘চর্যাপদ’-এর রচনাকাল-
ক. ৬৫০-১২০০ খ্রি. খ. ৬৫০-১২৫০ খ্রি. গ. ৮০০-১২৫০ খ্রি. ঘ. ৯৫০-১৩৫০ খ্রি.
১৩। কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
ক. বিদ্রোহী খ. প্রলয়োল্লাস গ. আনন্দময়ীর আগমনে ঘ. কামালপাশা
১৪। বিদ্যাসাগরের অনুবাদগ্রন্থ নয় কোনটি?
ক. শকুন্তলা খ. সীতার বনবাস গ. ভ্রান্তিবিলাস ঘ. কথামালা
১৫। রাধা-কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
ক. সারদামঙ্গল খ. বঙ্গসুন্দরী গ. ব্রজাঙ্গনা ঘ. কৃষ্ণকুমারী
১৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উন্যাস কোনটি?
ক. কৃষ্ণকান্তের উইল খ. রাজসিংহ গ. চন্দ্রশেখর ঘ. সীতারাম
১৭। ‘হাকন্দ পুরাণ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. চণ্ডীদাস খ. মানিক দত্ত গ. ময়ূর ভট্ট ঘ. হরিদত্ত
১৮। ‘বিবি কুলসুম’ কার রচনা?
ক. ফররুখ আহমদ খ. কাজী নজরুল ইসলাম গ. মীর মশাররফ হোসেন ঘ. কায়কোবাদ
১৯। জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. বালুচর খ. রাখালী গ. ধানখেত ঘ. মাটির কান্না
২০। ‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ খ. কাজী নজরুল ইসলাম গ. দীনবন্ধু মিত্র ঘ. বেগম রোকেয়া
উত্তর:-
১।খ, ২।গ, ৩।ঘ, ৪।খ , ৫।গ, ৬।ঘ, ৭।গ, ৮।খ, ৯।ক, ১০।গ, ১১।ক, ১২।ক, ১৩।খ, ১৪।ঘ, ১৫।গ, ১৬।ক, ১৭।গ, ১৮।গ, ১৯।গ, ২০।ক