সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কাপ্তাই, রাঙ্গামাটি খ. সাভার, ঢাকা গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম ঘ. বড়পুকুরিয়া, দিনাজপুর
২. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
ক. আগ্নেয় শিলা খ. রূপান্তরিত শিলা গ. পাললিক শিলা ঘ. উপরের কোনোটিই নয়
৩. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
ক. বাখরাবাদ খ. হরিপুর গ. তিতাস ঘ. হবিগঞ্জ
৪. সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ভারতীয় অংশের নাম কী?
ক. নদীয়া খ. ডাউকি গ. মালদহ ঘ. কোচবিহার
৫. বাংলাদেশে জি-কে প্রকল্প একট্বি
ক. জলবিদ্যুৎ প্রকল্প খ. নদী নিয়ন্ত্রণ প্রকল্প গ. জল পরিবহণ প্রকল্প ঘ. সেচ প্রকল্প
৬. COP 28-এ COP মানে কী?
ক. কনফারেন্স অব প্যারিস খ. কনফারেন্স অব দ্য পাওয়ার গ. কনফারেন্স অব দ্য পার্টিস ঘ. কনফারেন্স অব দ্য প্রটোকল
৭. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক. প্রাকৃতিক গ্যাস খ. চুনাপাথর গ. বায়ু ঘ. কয়লা
৮. নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?
ক. আরব সাগর খ. ভূমধ্যসাগর গ. লোহিত সাগর ঘ. প্রশান্ত মহাসাগর
৯. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
ক. হুগলি খ. যমুনা গ. গঙ্গা ঘ. ইরাবতী
১০. বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় প্রতি অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?
ক. ৬ ঘণ্টা খ. ৮ ঘণ্টা গ. ১২ ঘণ্টা ঘ. ৪ ঘণ্টা
১১. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প গ. ঘূর্ণিঝড় ঘ. খরা
১২. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
ক. পূর্বপ্রস্তুতি খ. সাড়াদান গ. প্রশমন ঘ. পুনরুদ্ধার
১৩. নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ?
ক. শেল খ. ব্যাসল্ট গ. স্লেট ঘ. মার্বেল
১৪. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
ক. কুষ্টিয়া খ. বরিশাল গ. যশোর ঘ. কুমিল্লা
১৫. বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে?
ক. মহেশখালী খ. নিঝুম দ্বীপ গ. কুতুবদিয়া ঘ. সদ্বীপ
১৬. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
ক. মেসোমণ্ডল খ. ট্রপোমণ্ডল গ. স্ট্রাটোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল
১৭. সুনামি হওয়ার কারণ কোনটি?
ক. চন্দ্র ও সূর্যের আকর্ষণ খ. সমুদ্র তলদেশের ভূমিকম্পন গ. ঘূর্ণিঝড় ও টর্নেডো ঘ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
১৮. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক. ব-দ্বীপ খ. খাঁড়ি গ. দোয়াব ঘ. পলল পাখা
১৯. ‘গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
ক. ফিনল্যান্ড খ. যুক্তরাষ্ট্র গ. হল্যান্ড ঘ. পোল্যান্ড
২০. সুন্দরবন থেকে রামপালের দূরত্ব কত কিলোমিটার?
ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৬
উত্তর : ১.ঘ ২.গ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।