সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
01. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত –
A. সিলেট
B. মৌলভীবাজার
C. হবিগঞ্জ
D. সুনামগঞ্জ
02. বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মাঝে মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব কোনটি?
A. বীর প্রতীক
B. বীরশ্রেষ্ঠ
C. বীর উত্তম
D. বীর বিক্রম
03. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
A. ট্রাফালগার স্কোয়ার
B. টাইমস স্কোয়ার
C. ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
D. রেড স্কোয়ার
04. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
A. সিতারা বেগম ও তারামন বিবি
B. সিতারা বিবি ও তারামন বিবি
C. তারামন বিবি ও জাহানারা ইমাম
D. তারামন বিবি ও সেলিনা বেগম
05. এদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন?
A. মহিউদ্দিন জাহাঙ্গীর
B. নূরুল হক
C. মোস্তফা কামাল
D. নূর মোহাম্মদ
06. ‘একাত্তরের দিনগুলি’ বইটির লেখক কে?
A. সেলিনা হোসেন
B. হুমায়ূন আহমেদ
C. হাসান আজিজুল হক
D. জাহানারা ইমাম
07. সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
A. সৈয়দ মইনুল হোসেন
B. এফ আর খান
C. নিতুন কুণ্ডু
D. হামিদুর রহমান
08. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা ………. এর অন্তর্ভুক্ত ছিল।
A. সেক্টর ১
B. সেক্টর ২
C. সেক্টর ৩
D. সেক্টর ৪
09. বিদেশীদের মধ্যে একমাত্র কে বীরপ্রতীক খেতাবে ভূষিত হন?
A. মার্ক টালি
B. আঁদ্রে মালরো
C. ফাদার রেগান
D. উইলিয়াম উডারল্যান্ড
10. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
A. ভারত
C. ভুটান
B. শ্রীলঙ্কা
D. মালয়েশিয়া
11. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
A. ওরা ১১ জন
B. হুলিয়া
C. মুক্তির গান
D. লেট দেয়ার বি লাইট
12. ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন-
A. জাহানারা ইমাম
B. কাঁকন বিবি
C. ফেরদৌসী প্রিয়ভাষিণী
D. তারামন বিবি
13. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন?
A. জেনারেল ওসমানী
B. লে. কর্ণেল এম এ রব
C. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
D. এদের কেউ নন
14. সেক্টর নং ৩-এর সেক্টর কমান্ডার ছিলেন-
A. মেজর এন. এম. নুরুজ্জামান
C. মেজর কাজী নুরুজ্জামান
B. মেজর শওকত আলী
D. মেজর এম. এ. জলিল
15. কোন সাংকেতিক নামে পাকিস্তানী বাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চের মধ্য রাতে নিরীহ বাঙালীদের উপর হামলা শুরু করেছিল?
A. অপারেশন ব্লু স্টার
B. অপারেশন ক্লিনহাট
C. অপারেশন সার্চলাইট
D. অপারেশন হান্ট
16. বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
A. লন্ডন
B. কলকাতা
C. টোকিও
D. ওয়াশিংটন
17. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’- কবিতাটি কে লিখেছেন?
A. মনিকা আলী
B. রবার্ট ফ্রস্ট
C. এ্যালেন গিন্সবার্গ
D. বব দিলন
18. মার্কিন যুক্তরাষ্ট্র কোন সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
A. ১৯৭১
B. ১৯৭২
C. ১৯৭৩
D. ১৯৭৪
19. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
A. ৯টি
B. ১০টি
C. ১১টি
D. ১২টি
20. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশটি হলো-
A. ভারত
B. ভুটান
C. নেপাল
D. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ 1-C, 2-D, 3-C, 4-A, 5-B, 6-D, 7-A, 8-B, 9-D, 10-A, 11-C, 12-D, 13-B, 14-A, 15-C, 16-B, 17-C, 18-B, 19-C, 20-B