সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
প্রশ্ন ১। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্গিমচন্দ্র
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন ২। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. আলাওল
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্ন ৩। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
উত্তর: ক. ২ বার
প্রশ্ন ৪।‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আব্দুল কাদির
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
প্রশ্ন ৫। জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. রাখালী
ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তর: ঘ. নকশী কাঁথার মাঠ
প্রশ্ন ৬। ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?
ক. সৈয়দ মুজতবা
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবুল মনসুর আহমদ
ঘ. মাহবুবুল আলাম
উত্তর: গ. আবুল মনসুর আহমদ
প্রশ্ন ৭। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?
ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর: খ. জীবনানন্দ দাশ
প্রশ্ন ৮। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. বুদ্ধদেব বসু
ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তর: গ. বুদ্ধদেব বসু
প্রশ্ন ৯। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আনিস চৌধুরী
খ. রাবেয়া খাতুন
গ. রিজিয়া খান
ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর: ঘ. নীলিমা ইব্রাহিম
প্রশ্ন ১০। মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?
ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ
উত্তর : ক. সৈয়দ আলী আহসান
প্রশ্ন ১১। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. মানসী
ঘ.পূরবী
উত্তর: খ. বলাকা
প্রশ্ন ১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?
ক. নিমতা গ্রাম
খ. দেবানন্দ পুর
গ. গোধিয়া গ্রাম
ঘ. করিমগঞ্জ
উত্তর : খ. দেবানন্দ পুর
প্রশ্ন ১৩।‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. জহির রায়হান
উত্তর : গ. শহীদুল্লাহ কায়সার
প্রশ্ন ১৪। ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?
ক. সুফিয়া কামাল
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রাহমান
ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তর : ক. সুফিয়া কামাল
প্রশ্ন ১৫। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. হুমায়ুন আজাদ
ঘ. শামসুর রাহমান
উত্তর : গ. হুমায়ুন আজাদ
প্রশ্ন ১৬। কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?
ক. আগুন পাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা
উত্তর: ক. আগুন পাখি
প্রশ্ন ১৭। কল্লোল যুগের কবি কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : ক. কাজী নজরুল ইসলাম
প্রশ্ন ১৮। ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?
ক. সুফিয়া কামাল
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. সতেন্দ্রনাথ দত্ত
উত্তর: ঘ. সতেন্দ্রনাথ দত্ত
প্রশ্ন ১৯। বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
ক. আল মাহমুদ
খ. নির্মলেন্দু গুণ
গ. শহীদ কাদরী
ঘ. হেলাল হাফিজ
উত্তর: খ. নির্মলেন্দু গুণ
প্রশ্ন ২০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
ক. দিকদর্শন
খ. বেঙ্গল গেজেট
গ. সমাচার দর্পণ
ঘ. বঙ্গদর্শন
উত্তর: ক. দিকদর্শন
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।