বিসিএস সহ সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, চাকরি প্রত্যাশীসহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের কাজে লাগবে, আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
আজকে জানব ২১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান (বাংলা)
১। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
উত্তরঃমুহাম্মদ শহীদুল্লাহ
২। ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৪। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
উত্তরঃ বিষের বাঁশী
৫। ‘কবর’ নাটক কার রচনা?
উত্তরঃ মুনীর চৌধুরী
৬। ‘চাঁদের হাট’ অর্থ কী?
উত্তরঃ প্রিয়জন সমাগম
৭। কোন বানানটি শুদ্ধ?
উত্তর: সুচিস্মিতা
৮। ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ অক্লান্ত কর্মী
৯। ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?
উত্তরঃ তৎসম
১০। ক্রিয়াপদ ‒
উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১১। কোনটি অনুজ্ঞা?
উত্তরঃ তুমি যাও
১২। ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’বলতে কী বোঝায়?
উত্তরঃ শক্তি
১৩। কোন বানাটি শুদ্ধ?
উত্তরঃ মুমূর্ষু
১৪। ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
উত্তরঃ মৈথিলী ভাষার একটি উপভাষা
১৫। ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ উদাসীন
১৬। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
উত্তরঃ চণ্ডীদাস
১৭। কোনটি রবীন্দ্রনাথের রচনা?
উত্তরঃ চণ্ডীদাস
১৮। কোনটি কাব্যগ্রন্থ?
উত্তরঃ কয়েকটি কবিতা
১৯। কোনটি নাটক?
উত্তরঃ সাজাহান
২০। ‘আবোল-তাবোল’ কার লেখা?
উত্তরঃ সুকুমার রায়
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।