বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। ‘এক পয়সার বাঁশী’ শিশুতোষ গ্রন্থটি কার লেখা?
ক. জসীমউদ্দীন খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. বেগম রোকেয়া
২। ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. তপন খ. ক্ষণপ্রভা গ. পিঙ্গল ঘ. ময়ূখ
৩। ‘অর্বাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সরল খ. প্রাচীন গ. নির্বাণ ঘ. নিবৃত্তি
৪। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৮টি খ. ১০টি গ. ২৫টি ঘ. ৩২টি
৫। উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার
৬। চর্যাপদের মূল তত্ত্ব কী?
ক. তন্ত্র সাধনা খ. জ্ঞান সাধনা গ. নির্বাণ সুখ লাভ ঘ. যোগ সাধনা
৭। রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
ক. চোখের বালি খ. নৌকাডুবি গ. রাজর্ষি ঘ. যোগাযোগ
৮। ‘যুগলাঙ্গরীয়’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. বিহারীলাল চট্টোপাধ্যায় গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৯। ‘অমিয়ধারা’ কাব্যটি কার রচনা?
ক. দৌলত উজির খ. কায়কোবাদ গ. আলাওল ঘ. আমির হামজা
১০। ‘বেহুলা’ কোন মঙ্গলকাব্যের চরিত্র?
ক. অন্নদামঙ্গল খ. মনসামঙ্গল গ. চণ্ডীমঙ্গল ঘ. ধর্মমঙ্গল
১১। ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হোমাগ্নি খ. দ্যুলোক গ. অখিল ঘ. আফতাব
১২। ‘লেফাফা-দুরস্ত’ শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত হয়েছে?
ক. ফারসি + আরবি খ. আরবি + ফারসি গ. ফারসি + তুর্কি ঘ. আরবি + তুর্কি
১৩। ‘জগদীশ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. জগৎ + ইশ খ. জগৎ + ঈশ গ. জগত + ইশ ঘ. জগত + ঈশ
১৪। ‘উজান’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ভাটি খ. বিনাশ গ. কোমল ঘ. শিথিল
১৫। বাংলাভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষাবংশ থেকে?
ক. অস্ট্রিক খ. দ্রাবিড় গ. ভোটচীনিয় ঘ. ইন্দো-ইউরোপীয়
১৬। ‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত খ. মেঘ গ. ঢেউ ঘ. সাগর
১৭। মৌলিক শব্দ কোনটি?
ক. গরমিল খ. ডুবুরি গ. গোলাপ ঘ. মেঘলা
১৮। কবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. সুচয়নী খ. মাটিরকান্না গ. ধানখেত ঘ. রাখালী
১৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
ক. আত্মচরিত খ. কথামালা গ. স্মৃতিকথা ঘ. আত্মকথন
২০। “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।” – কোন কবিতার অংশ?
ক. পুরাতন ভৃত্য খ. নিস্ফল উপহার গ. দেবতার গ্রাস ঘ. দুই বিঘা জমি
২১। ‘Dictation’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ক্ষতিপূরণ খ. অনুমোদন গ. প্রদর্শন ঘ. শ্রুতিলিপি
২২। সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. রবী + ইন্দ্র = রবীন্দ্র খ. গৈ + অক = গায়ক গ. লো + অন = লবণ ঘ. শীত + ঋত = শীতার্ত
২৩। ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. রাজসিক খ. বর্ধমান গ. উদীয়মান ঘ. বিনাশ
২৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ২টি খ. ১১টি গ. ২৫টি ঘ. ৩২টি
২৫। কোনটি তৎসম শব্দ?
ক. খাজনা খ. সানাই গ. কয়লা ঘ. মানব
আসুন উত্তর মিলিয়ে নিইঃ
১।ক ২।গ ৩।খ ৪।ক ৫।গ ৬।গ ৭।ক ৮।গ ৯।খ ১০।খ ১১।খ ১২।খ ১৩।খ ১৪।ক ১৫।ঘ ১৬।গ ১৭।গ ১৮।ঘ ১৯।ক ২০।ঘ ২১।ঘ ২২।ক ২৩।খ ২৪।গ ২৫।ঘ