প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানঃ
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। প্রশ্নঃ সাবান শিল্পে উপজাত হিসাবে পাওয়া যায় কোনটি ?
উত্তরঃ গ্লিসারিন।
২। প্রশ্নঃ লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয়?
উত্তরঃ দস্তা।
৩। প্রশ্নঃ সাংকেতিক আলো তৈরিতে কি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ম্যাগনেশিয়াম।
৪। প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়?
উত্তরঃ ভূপৃষ্ঠে।
৫। প্রশ্নঃ সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।
৬। প্রশ্নঃ পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড।
৭। প্রশ্নঃ সর্ববৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোনটি?
উত্তরঃ বেতার তরঙ্গ।
৮। প্রশ্নঃ দেহের জ্বালানিরূপে কাজ করে কোনটি?
উত্তরঃ কার্বোহাইড্রেট।
৯। প্রশ্নঃ বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু কোনটি?
উত্তরঃ লুইস ব্রাউন।
১০। প্রশ্নঃ উদ্ভিদের পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি?
উত্তরঃ ১৬টি।
১১। প্রশ্নঃ সূর্যের মধ্যে বেশি পরিমাণে রয়েছে কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন গ্যাস।
১২। প্রশ্নঃ মাছের কাটায় কি থাকে ?
উত্তরঃ ক্যালসিয়াম ও ফসফরাস।
১৩। প্রশ্নঃ সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ?
উত্তরঃ ১.৩ মিলিয়ন গুণ।
১৪। প্রশ্নঃ জোয়ার-ভাটার তেজকটাল হয় কখন ?
উত্তরঃ অমাবস্যায়।
১৫। প্রশ্নঃ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
উত্তরঃ ভাইকিং।
১৬। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
উত্তরঃ ২২ ডিসেম্বর।
১৭। উত্তরঃ প্রশ্ন : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা–
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য ।
১৮। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়
উত্তরঃ ১৬১০ সালে।
১৯। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা
উত্তরঃ ১৫০ ফুট।
২০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান
উত্তরঃ স্পিকার।
২১। প্রশ্নঃ ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি পরিচালনা করেন
উত্তরঃ তারেক মাসুদ।
২২। প্রশ্নঃ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
উত্তরঃ রাষ্ট্রপতি।
২৩। প্রশ্নঃ ভোমরা স্থলবন্দর অবস্থিত
উত্তরঃ সাতক্ষীরা।
২৪। প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প।
২৫। প্রশ্নঃ UNESCO সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭।
২৬। প্রশ্নঃ উত্তরঃ ৩ নভেম্বর।
২৭। বাংলাদেশ সংবিধানের মূলনীতি
উত্তরঃ ৪টি।
২৮। প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।
২৯। প্রশ্নঃ ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে খ্যাতি লাভ করেন
উত্তরঃ জয়নুল আবেদিন।
৩০। প্রশ্নঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।
৩১। প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ জেলা
উত্তরঃ রাঙামাটি।
৩২। প্রশ্নঃ বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য
উত্তরঃ রাজিয়া বানু।
৩৩। প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
উত্তরঃ ১৯২১ সালে।
৩৪। প্রশ্নঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয়
উত্তরঃ ১৮ আগস্ট ১৯৭৬।
৩৫। প্রশ্নঃ সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন
উত্তরঃ রাষ্ট্রপতি।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।