ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন  (সংশোধিত) সংক্রান্ত মাউশি’র নির্দেশনা

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংশোষিত নির্দেশনা ও সময়সূচি প্রেরণ প্রসঙ্গে।

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে আগামী ৯ নভেম্বর থেকে এ দুই শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩.৩৩৪৯                              তারিখ: ৩০/১০/২০২৩ খ্রি.

বিষয়: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংশোষিত নির্দেশনা ও সময়সূচি প্রেরণ প্রসঙ্গে।

সূত্র: এনটিবি’র স্মারক নং- শিউ/কাউশিই/৬৮/২০০২ইং (পার্ট-১)/২৪৯৭; তারিখ: ২৯ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রে এনসিটিবি কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য সংশোষিত নির্দেশনা ও সময়সূচি প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো নিম্নরূপ-

১. আগামী ১লা ডিসেম্বর ২০২৩ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৮ই নভেম্বর পর্যন্ত চলবে। সে কারণে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্ব নির্ধারিত ০৫/১১/২০২৩ (রবিবার) তারিখের পরিবর্তে ০৯/১১/২০২৩ তারিখ থেকে শুরু হবে;

২. এমতাবস্থায়, যষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা পূর্বনির্ধারিত ২৯/১০/২০২৩ (রবিবার) তারিখের পরিবর্তে ০৫/১১/২০২৩ (রবিবার) তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে;

৩. নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে;

৪. শিক্ষার্থীর পারদর্শিতার রিপোর্ট কার্ডটি প্রদানের সময় অভিভাবকদেরকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার পর্যায় সম্পর্কে অবহিত করতে হবে;

৫. আগামী ১লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন বিধায় ৩০শে নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে;

৬. মূল্যায়ন পরিচালনা করবার জন্য পুনঃপ্রণয়নকৃত সময়সূচি এতদসঙ্গে সংযুক্ত করা হলো।

এমতাবস্থায়, এনসিটিবি কর্তৃক প্রেরিত উপরোক্ত সংশোধিত নির্দেশনাগুলি অনুরোধ করা হলো।

যথাযথ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

 (এস এম জিয়াউল হায়দার হেনরী)

সহকারী পরিচালক (মাধ্যমিক-২)

addshesecondary2@gmail.com

বার্ষিক সামষ্টিক মূল্যায়ন

নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজ ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।