সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। বাংলার প্রাচীন জাতি কোনটি?
ক) অস্ট্রিক খ) ইন্দো-ইউরোপীয় গ) দ্রাবিড় ঘ) আদি অস্ট্রেলীয়
উত্তরঃ গ
২। শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন?
ক) মহাসামন্ত খ) গোপাল গ) ধর্মপাল ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ ঘ
৩। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কী?
ক) খলজি বংশ খ) মামলুক বংশ গ) দাস বংশ ঘ) খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
৪। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’-এর প্রতিষ্ঠাতা কে?
ক) মদনপাল খ) গোপাল গ) ধর্মপাল ঘ) রামপাল
উত্তরঃ গ
৫। বাংলাদেশে বিশ্ববাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) নারায়ণগঞ্জ ঘ) সিলেট
উত্তরঃ খ
৬। কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে ওঠে?
ক) মদনপাল খ) গোপাল গ) ধর্মপাল ঘ) শীলভদ্র
উত্তরঃ গ
৭। বোলঘকপুর নামে পরিচিত ছিল—
ক) দিল্লি খ) আরব গ) বাংলা ঘ) মরক্কো
উত্তরঃ গ
৮। রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়?
ক) বরিশাল খ) সিলেট গ) ভাগীরথী নদীর পশ্চিম তীর ঘ) রাজশাহী
উত্তরঃ গ
৯। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?
ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ) ১৬ ডিসেম্বর ১৯৮০ গ) ১৬ ডিসেম্বর ১৯৮১ ঘ) ১৬ ডিসেম্বর ১৯৮২
উত্তরঃ ক
১০। বখতিয়ার খলজি গৌড় রাজ্য জয় করেন কত খ্রিষ্টাব্দে?
ক) ১২০৪ খ) ১২০৫ব গ) ১২০৬ ঘ) ১২০৭
উত্তরঃ খ
১১। ২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ – ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন ?
ক) মিতালী এক্সপ্রেস খ) মৈত্রী এক্সপ্রেস গ) বন্ধন এক্সপ্রেস ঘ) সমতা এক্সপ্রেস
উত্তরঃ ক
১২। ২০২০ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন?
(ক) ৯জন (খ) ১০ জন (গ) ১১ জন (ঘ)১২ জন
উত্তরঃ খ
১৩। ২০২১ সালের একুশে পদক লাভ করেন কত জন?
(ক)১৮ জন (খ) ১৯ জন (গ)২০ জন (ঘ) ২১ জন
উত্তরঃ ঘ
১৪। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
ক) ৩০ডিসেম্বর ২০২০ খ) ৩১ডিসেম্বর ২০২০ গ) ১ জানুয়ারি ২০২১ ঘ) ২ জানুয়ারি ২০২১
উত্তরঃ খ
১৫। বাংলাদেশের তৃতীয় সাবমেরিন ক্যাকল সি-মি-উই-৬ এর ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
ক) পটুয়াখালী খ) বাগেরহাট গ) খুলনা ঘ) কক্সবাজার
উত্তরঃ ঘ
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।