দৈনন্দিন জীবনে ইন্টারনেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম, যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। আসুন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্নের উত্তর জেনে নিই।

১। ব্যক্তির অবস্থান জানার জন্য গাড়িতে কোনটি লাগানো থাকে?

ক) জিপিআর খ) জিপিএস গ) এন্টেনা ঘ) আয়না

২। কোনটির সুবিধা বেশি পাওয়া গেলে ডাউনলোড করতে হয় না, সরাসরি দেখা ও শুনা সম্ভব?

ক) মোটা ক্যাবল খ) কাষ্টমাইজড সফটওয়্যার গ) গতিশালী ব্যান্ডউইডথ ঘ) শক্তিশালী কম্পিউটার

৩। www.facebook.com কী ধরনের সাইট?

ক) ছবি দেখার খ) পত্রিকা পড়া এবং দেখার গ) গান ডাউনলোড করার ঘ) সামাজিক যোগাযোগের

৪। কোন সাইটের মাধ্যমে পাঠ্যপুস্তক পাওয়া যায়-

ক)www.ebook.bd খ) www.ebook.gov.bd গ) www.ebook.com ঘ) www.ebook.com.bd

৫। ই-মেইলের ঠিকানা খোলার ক্ষেত্রে পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?

ক) ৪ থেকে ৩২ বর্ণের মধ্যে খ) ৬ থেকে ৩২ বর্ণের মধ্যে গ) ৪ থেকে ২৪ বর্ণের মধ্যে ঘ) ৬ থেকে ২৪ বর্ণের মধ্যে

৬। e-mail ঠিকানায় নিচের কোন চিহ্নটি অত্যাবশ্যকীয় ভাবে ব্যবহার করতে হয়?

ক) @ খ) * গ) + ঘ) –

৭। ফাইল এটাচমেন্ট দ্রুততার সাথে করার উপায় কী?

ক) ফাইলের আকার ছোট রাখা খ) ফাইলের আকার বড় রাখা গ) ফাইলের সাথে ভিডিও সংযোগ করা ঘ) ফাইলের আকার হ্রাস করা

৮। শিক্ষার জ্ঞান ভান্ডার কোথায় রয়েছে?

ক) টেলিফোনে খ) কম্পিউটারে গ) ইন্টারনেটে ঘ) টেলিভিশনে

৯। ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে?

ক) ইউজার নেম খ) ক্লায়েন্ট নেম গ) হোস্ট নেম ঘ) প্রতিষ্ঠানের নাম

১০।কোনটির মাধ্যমে কোন একটি স্থানের অবস্থান জানা যায়?

ক) EDGE খ) GPRS গ) NIC ঘ) GPS

১১। ই-মেইল কথাটির মানে কী?

ক) ইলেকট্রনিক মেইল খ) ইলেকট্রিক মেইল গ) ইলেকট্রিসিটি মেইল ঘ) ইলেকট্রনিক্স মেইল

১২। ই-মেইল পাঠানোর মাধ্যম কোনটি?

ক) মডেম খ) পোষ্ট অফিস গ) ইন্টারনেট ঘ) হাব

উত্তর :

১। খ) জিপিএস ২। গ) গতিশালী ব্যান্ডউইডথ ৩। ঘ) সামাজিক যোগাযোগের ৪। খ)www.ebook.gov.bd ৫। খ) ৬ থেকে ৩২ বর্ণের মধ্যে ৬। ক) @ ৭। ক) ফাইলের আকার ছোট রাখা ৮। গ) ইন্টারনেটে ৯। গ) হোস্ট নেম  ১০।ঘ) GPS ১১। ক) ইলেকট্রনিক মেইল ১২। গ) ইন্টারনেট