শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম পূরণ করবেন যেভাবে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া ও ডেটাবেইস প্রস্তুতের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক Establishment of Integrated Educational Information Management System (IEIMS)” শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীদের নির্ধারিত ছকের মাধ্যমে মৌলিক তথ্য ও শিক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে। তাই আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ এ কাজ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের জন্য (শিক্ষার্থীর মৌলিক তথ্য, CCDS অনুসরণে ও শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য) শিক্ষার্থী তথ্যছক নির্ভুল ভাবে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন এবার শিক্ষার্থী তথ্যছক নির্ভুল ভাবে পূরণ করার নিয়ম জেনে নিইঃ

শিক্ষার্থী তথ্যছকটি দুটি অংশে বিভক্তঃ (‘ক’ অংশ শিক্ষার্থীর মৌলিক তথ্য, CCDS অনুসরণে) এবং (‘খ’ শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য)।

প্রথমেই আমরা শিক্ষার্থীর তথ্যছকটির-‘ক’ অংশ শিক্ষার্থীর মৌলিক তথ্য, অনুসরণে অংশটি পূরণ করবঃ

শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নে শিক্ষার্থী তথ্যছকের শুরুতেই অর্থাৎ প্রথম পাতার শুরুতেই শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ ডিজিটের ইআইআইএন নম্বর পূরণের মাধ্যমে শুরু করতে হবে।

ইআইআইএন নম্বর (শিক্ষা প্রতিষ্ঠানের) : ……………………..

‘ক’ অংশ

(‘ক’ অংশ শিক্ষার্থীর মৌলিক তথ্য, CCDS অনুসরণে)

এরপর ক্রমিক নং

১। শিক্ষার্থীর নাম (বাংলায়) : ………………………..

২। শিক্ষার্থীর নাম (ইংরেজি বড় অক্ষরে) : …………………………

৩। জন্ম নিবন্ধন নম্বর : …………………………

৪। জন্ম তারিখ : …………………………

৫। জন্মস্থান (নিজ জেলা) : ………………………….

৬। জেন্ডার : ………………………….

৭। জাতীয়তা : ………………………….

৮। ধর্ম : ………………………….

৯। অধ্যয়নরত শ্রেনি : ………………………….

১০। শ্রেনি রোল নম্বর  : ………………………….

১১। বৈবাহিক অবস্থা : ………………………….

১২। প্রতিবন্ধিতা : ………………………….

১৩। রক্তের গ্রুপ : ………………………….

১৪। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কিনা (উত্তর হ্যাঁ হলে কোন নৃ-গোষ্ঠী তা টিক চিহ্ন দিয়ে উল্লেখ করতে হবে): ………………..

ক্রমিক নং ১৫। তে মাতার তথ্য (NID অনুযায়ী দিতে হবে)

ক। নাম (বাংলায়) : …………………

খ। নাম (ইংরেজি বড় অক্ষরে) : ……………………….

গ। NID : …………………….

ঘ। জন্ম তারিখ: ……………………..

ঙ। জন্ম নিবন্ধন নম্বর: …………………….

চ। মোবাইল নম্বর : …………………..

ছ। পেশা: …………………..

জ। মাতা মৃত হলে মৃত্যুর সাল ( কোন শিক্ষার্থীর যদি মাতা মৃত্যুবরণ করে থাকে তাহলে এই অপশন পূরণ করতে হবে) : ……….

শিক্ষার্থী তথ্যছকের প্রথম পৃষ্ঠা:

দ্বিতীয় পাতার ক্রমিক নং ১৬। তে পিতার তথ্য (NID অনুযায়ী দিতে হবে)

ক। নাম (বাংলায়) : ………………….

খ। নাম (ইংরেজি বড় অক্ষরে): ………………….

গ। NID: ……………………..

ঘ। জন্ম তারিখ: ……………………

ঙ। জন্ম নিবন্ধন নম্বর: ……………….

চ। মোবাইল নম্বর: ……………………

ছ। পেশা: ………………..

জ। মাতা মৃত হলে মৃত্যুর সাল (কোন শিক্ষার্থীর যদি পিতা মৃত্যুবরণ করে থাকে তাহলে এই অপশন পূরণ করতে হবে) : …………

ক্রমিক নং ১৭। তে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দিতে হবেঃ

(ক) বিভাগ: ……..(খ) জেলা: ……… (গ) উপজেলা/থানা: ……… (ঘ) সিটি করপোরেশন/পৌরসভা:………. (ঙ) ইউনিয়ন: …….. (চ) ওয়ার্ড নম্বর: ………… (ছ) মৌজা (জ) গ্রাম/মহল্লা/রাস্তার নাম ও নম্বর: …………. (ঝ) বাসার হোল্ডিং নম্বর: …………….

(ঞ) ডাকঘর:………… (ট) পোস্ট কোড: …………..

ক্রমিক নং ১৮। তে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবেঃ পিতা/মাতার স্থায়ী ঠিকানা (NID অনুযায়ী পূরণ করতে হবে) উল্লেখ্য বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই অপশন পূরণ করতে হবে না।

(ক) বিভাগ: …………… (খ) জেলা: …………… (গ) উপজেলা/থানা: ……………….(ঘ) সিটি করপোরেশন/পৌরসভা: …………..  (ঙ) ইউনিয়ন: …………. (চ) ওয়ার্ড নম্বর: …………. (ছ) মৌজা: ………….. (জ) গ্রাম/মহল্লা/রাস্তার নাম ও নম্বর: ………….

(ঝ) বাসার হোল্ডিং নম্বর: ………..  (ঞ) ডাকঘর: ………….. (ট) পোস্ট কোড: ……………..

১৯। অভিভাবক (পিতা-মাতা উভয়ই মৃত হলে এই অপশন পূরণ করতে হবে)

ক) অভিভাবকের নাম: …………………….

খ) অভিভাবকের NID: …………………….

গ) অভিভাবকের পেশা: …………………………

ঘ) অভিভাবকের সাথে সম্পর্ক (প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে ): ………………

ঙ) অভিভাবকের মোবাইল নম্বর: ………………………

২০। পিতা/মাতা/অভিভাবক এর প্রত্যয়ন (যে কোন একটিতে টিক চিহ্ন দিতে হবে): ……………..

এ তথ্য ছকে উল্লিখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্যঃ

এই অপশনে পিতা/মাতা/অভিভাবক এর নাম লিখতে হবেঃ……………. স্বাক্ষর: …………….. তারিখ: ……………… দিতে হবে।

২১। শিক্ষার্থীর আইডি ( এই অপশন অফিস কর্তৃক পূরণীয়): …………………..

২২। শিক্ষার্থীর ইউআইডি ( এই অপশন অফিস কর্তৃক পূরণীয়): ………….. কনফার্মেশন নম্বর (এই অপশন অফিস কর্তৃক পূরণীয়): …………

শিক্ষার্থী তথ্যছকের দ্বিতীয় পৃষ্ঠা:

তৃতীয় পাতায় এখন আমরা শিক্ষার্থী তথ্যছকের-‘খ’ অংশ শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য অংশটি পূরণ করবঃ

শিক্ষার্থীর নামঃ ……………………………………  ইআইআইএন: ……………………………..

শিক্ষার্থীর আইডি ( এই অপশন অফিস কর্তৃক পূরণীয়): ……………………………………

‘খ’-অংশ

(শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য)

১। শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ…………………………

২। শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাঃ

(ক) বিভাগ: …………….. (খ) জেলা: …………….. (গ) উপজেলা/থানা: ……………… (ঘ) সিটি করপোরেশন/পৌরসভা: …………….

৩। বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্যঃ এই অপশনে শিক্ষার্থীর নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করতে হবেঃ-

(ক) শ্রেনি: ………… (খ) শাখা: ………… (গ)রোল: ………… (ঘ) শিফট: ………. (ঙ) গ্রুপ: ……… (চ) বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তির শ্রেনি: ……….. (ছ) ভর্তির তারিখ: ………… (জ) রেজিস্ট্রেশন নম্বর (৮ম-১২শ শ্রেনির জন্য): ………… (ঝ) ভার্সন: …………. (ঞ) উপবৃত্তি প্রাপ্ত কিনা: ………….. (ট) মেধাবৃত্তি প্রাপ্ত কিনা: …………… (ঠ) অন্যান্য বৃত্তি প্রাপ্ত কিনা: ……………. (ড) ট্রান্সফার ইন কিনা: ………….. (ঢ) রিপিটার কিনা: ………. ইত্যাদি।

৪। শিক্ষার্থীর পূর্ববর্তী শ্রেনি পরীক্ষার ফলাফলঃ এই অপশনে পূরণ করতে হবে: ………….

৫। বিষয়ভিত্তিক ফলাফল (বার্ষিক/পাবলিক/পরীক্ষাঃ অধ্যয়নরত শ্রেনি্র পূর্ববর্তী শ্রেনি পরীক্ষার ফলাফল): এই অপশনে পূরণ করতে হবে: …………………..

৬। উপস্থিতির তথ্য (২০২০ সাল-শ্রেনি শিক্ষক কর্তৃক পূরণীয়): এই অপশনে শিক্ষার্থীর উপস্থিতির তথ্য পূরণ করতে হবে: …….

শিক্ষার্থী তথ্যছকের তৃতীয় পৃষ্ঠা:

চতুর্থ পাতার ক্রমিক নং ৭। এ কো-কারিকুলার কার্যক্রম এর ক্ষেত্রসমূহে  টিক চিহ্ন দিতে হবে: ……………….

৮। এই অপশনে শিক্ষার্থীর শখ কি সেটিতে টিক চিহ্ন দিতে হবে: ……………..

৯। শিক্ষার্থীঃ- সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, সৃজনশীল ও শুদ্ধাচার প্রতিযোগিতায় কোন পর্যায়ে অংশগ্রহণ করেছে সেটিতে টিক চিহ্ন দিতে হবে: …………………

১০। শিক্ষার্থীঃ- সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, সৃজনশীল ও শুদ্ধাচার বিষয়ে অর্জন/পুরস্কার/সনদ কোন পর্যায়ে পেয়েছে সেটিতে টিক চিহ্ন দিতে হবে: ……………………..

১১। এই অপশনে শিক্ষার্থী কোন ক্যাটেগরির সেটিতে টিক চিহ্ন দিতে হবে: ……………………………..

এরপর শিক্ষার্থীর স্বাক্ষর: ……………………………. তারিখ : ………………………………..

এই অপশনে শ্রেনি শিক্ষকের স্বাক্ষর: …………………. তারিখ: ……………….. নাম: ………………. এনআইডি: ……………….. মোবাইল নম্বর: …………. দিতে হবে।

সবশেষে শিক্ষার্থীর যাবতীয় তথ্য ঠিকঠাক থাকলে প্রতিষ্ঠান প্রধান প্রত্যয়ন করবেন।

প্রত্যয়ন  

এই তথ্যছকে প্রদত্ত তথ্য আমার জানামতে সঠিক ও নির্ভুল।

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর: …………….. নাম: …………….. তারিখ: ………….. মোবাইল নম্বর: …………… এনআইডি নম্বর: ………….. দিতে হবে।

** নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

শিক্ষার্থী তথ্যছকের চতুর্থ পৃষ্ঠা:

Leave a Comment