মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও স্কুল এন্ড কলেজ) Institute Management System (IMS) মডিউলে ২০২৩ সালের তথ্য হালনাগাদ হালনাগাদের নির্দেশ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.0000.১১৩.৩৭.00১.২২.৩৫ ০৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) Institute Management System (IMS) মডিউলে ২০২৩ সালের তথ্য হালনাগাদ প্রসঙ্গে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ন্যূনতম পাঠদান অনুমতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) তথ্য ভাণ্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েববেইজড Education Management Information System (EMIS) এর আওতায় Institute Management System (IMS) মডিউল রয়েছে। IMS-এর তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, পদোন্নতি, বদলি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে IMS মডিউলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য হালনাগাদ করা জরুরি। এমতাবস্থায় IMS মডিউলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য ৩০১১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
তথ্য হালনাগাদ করার জন্য www.emis.gov.bd ওয়েবসাইটে Institute Management System (IMS) ইউজার ম্যানুয়ালের সহায়তা নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠান প্রধান নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদপূর্বক রিপোর্ট মেনুর স্বতন্ত্র প্রতিবেদন/ Individual Report অপশন হতে “প্রতিষ্ঠানের বিবরণ/ Institute Profile” ডাউনলোড করে স্বাক্ষর ও সীল সহ হার্ডকপি সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে ০৭/১২/২০২৩ খ্রি. তারিখের মধ্যে জমা প্রদান করবেন।
স্বাক্ষরিত
প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী
পরিচালক
“মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যারে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট (IMS) মডিউল এ শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, স্কুল ও কলেজ এবং কলেজ) Data Entry – এর জন্য প্রতিষ্ঠান প্রধানগণের জন্য নির্দেশিকা”
নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।