২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘরে বসে মোবাইলে SMS এর মাধ্যমে পাওয়া যাবে যেভাবে।
আরও দেখুনঃ সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা
মোবাইলে SMS এর মাধ্যমে এসএসসি/সমমানের ফলাফল ২০২৪ দেখার নিয়মঃ
বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলের জন্য প্রথমেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
প্রি-রেজিস্ট্রেশন করতে হবে যেভাবেঃ
সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্যঃ SSC <স্পেস> বোর্ড <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- DAKHIL <স্পেস> MAD <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- SSC <স্পেস>TEC <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
বিভিন্ন বোর্ডের নামের তিন অক্ষর যেমনঃ DHA = Dhaka Board, COM = Comilla Board, RAJ = Rajshahi Board, JES = Jessore Board, CHI= Chittagong Board, BAR = Barisal Board, SYL = Sylhet Board, DIN = Dinajpur Board, MYM=Mymensingh Board, MAD = Madrassah Board, TEC= Technical Board.
আরও দেখুনঃ অনলাইনে এসএসসি/সমমানের ফলাফল ২০২৪ দেখার নিয়ম
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।