ইআইআইএন (EIIN) বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণে মাউশির নির্দেশ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৩৬ তারিখ:১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: ইআইআইএন (EIIN) বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) তথ্য প্রেরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নতুন কারিকুলাম বিস্তরণ সংক্রান্ত কার্যক্রমের জন্য ইআইআইএন (EIIN) বিহীন প্রতিষ্ঠানের তথ্য প্রয়োজন। সংযুক্ত এক্সেল ফাইলে সংশ্লিষ্ট জেলার ইআইআইএন (EIIN) বিহীন প্রতিষ্ঠানের (স্কুল/কলেজ/স্কুল এন্ড কলেজ) তথ্য আগামী ১৬/১১/২০২৩ তারিখের মধ্যে জরুরী ভিত্তিতে ims.emis.dshe@gmail.com ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট জেলার ইআইআইএন (EIIN) বিহীন প্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত এক্সেল ফরম্যাটে একটি ফাইলে প্রেরণ করতে হবে।
প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী
পরিচালক
এক্সেল ফরম্যাট পেতে এখানে ক্লিক করুন
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।