আজকের আলোচ্য বিষয় কিছু জনপ্রিয় প্রবাদ বাক্য যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, আশাকরি এগুলো আপনাদের কাজে আসবে।
১। অতি ভক্তি চোরের লক্ষণ – Too much courtesy, too much craft.
২। অতি চালাকের গলায় দড়ি – Too much cunning overreaches itself.
৩। চকচক করলেই সোনা হয় না – All that glitters is not gold.
৪। নাচতে না জানলে উঠোন বাঁকা – A bad workman quarrels with his tools.
৫। যত গর্জে তত বর্ষে না – A barking dog never or seldom bites.
৬। মাথা নেই তার মাথাব্যথা – A beggar cannot be a bankrupt.
৭। বিনা মেঘে বজ্রপাত – A bolt from the blue.
৮। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু – A friend in need is a friend in deed.
৯। ঘর-পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায় – A burnt child dreads the fire or Once bitten, twice shy.
১০। অতি লোভে তাঁতি নষ্ট – Grasp all, lose all.
১১। টাকায় বাঘের দুধ মেলে – A golden key can open any door.
১২। ভাত ছড়ালে কাকের অভাব হয় না – A full purse never lacks friends.
১৩। অল্পবিদ্যা ভয়ংকরী – A little learning is a dangerous thing.
১৪। যতক্ষণ শ্বাস, ততকক্ষণ আঁশ – A drawing man catches or clutches at a straw.
১৫। টাকায় টাকা আনে – Money begets money.
১৬। সোজা আঙ্গুলে ঘি ওঠে না – A cat in gloves catches no mice.
১৭। কই মাছের প্রাণ বড়ই শক্ত – A cat has nine lives.
১৮। ভাগাড়ে গরু মরে, শুকুনির টনক নড়ে – A hungry kite sees a dead horse afar.
১৯। খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না – A hungry fox is an angry fox.
২০। কারও সর্বনাশ, কারও পৌষমাস – What is sport to the cat is death to the rat.
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।