আজকের আলোচ্য বিষয় কিছু জনপ্রিয় প্রবাদ বাক্য যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, আশাকরি এগুলো আপনাদের কাজে আসবে।
১। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু – A friend in need is a friend in deed.
২। ভাত ছড়ালে কাকের অভাব হয় না – A full purse never lacks friends.
৩। টাকায় বাঘের দুধ মেলে – A golden key can open any door.
৪। স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয় – A good husband makes a good wife.
৫। কারও সর্বনাশ, কারও পৌষমাস – What is sport to the cat is death to the rat.
৬। নামে কিবা আসে যায়? – What’s in a name.
৭। ভাগ্যকে পরিবর্তন করা যায় না – What must be, must be and what will be, will be.
৮। যেখানে যেমন, সেখানে তেমন – When in Rome, do as Romans do.
৯। এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। – When one door shuts, another opens.
১০। অভাব দেখা দিলে ভালবাসা জানালা দিয়ে পালায়। – When poverty comes in at the door, love flies out of the window.
১১। ইচ্ছা থাকিলেই উপায় হয় – Where there is a will, there is a way.
১২। পাকা লোক ফাঁকা কথায় ভোলে না – You cannot catch an old bird with chaff.
১৩। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট। – Too much cooks spoil the broth.
১৪। অতি ভক্তি চোরের লক্ষণ – Too much courtesy, too much craft.
১৫। অতি চালাকের গলায় দড়ি – Too much cunning overreaches itself.
১৬। অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে – A bad penny always turns up.
১৭। নাচতে না জানলে উঠোন বাঁকা – A bad workman quarrels with his tools.
১৮। যত গর্জে তত বর্ষে না – A barking dog never or seldom bites.
১৯। মাথা নেই তার মাথাব্যথা – A beggar cannot be a bankrupt.
২০। বিনা মেঘে বজ্রপাত – A bolt from the blue.
২১। আজ বাদশা কাল ফকির – A king today is a beggar tomorrow.
২২। নেবু কচলালে তেতো হয় – A jest driven hard, loses its point.
২৩। লঘু পাপে গুরু দন্ড – A severe punishment for a venial offence.
২৪। মনে বিষ, মুখে মধু – A serpent under the flower.
২৫। নেড়ে বেলতলা একবারই যায় / চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে – A scalded dog fears cold water.
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।