উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের জন্য তালিকা প্রস্তুতকরণ সংক্রান্ত নির্দেশনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩.৩৪৭৮ তারিখ: ২০/১১/২০২৩ খ্রি.
বিষয়: উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছকে উল্লিখিত সাবজেক্ট ম্যাচিং অনুসারে শিক্ষকগণের (প্রয়োজনে চাহিবামাত্র সরবরাহের জন্য) তালিকা প্রস্তুত রাখা প্রসঙ্গে।
সূত্র: এসইএসডিপি’র স্মারক নং- এসইএসডিপি/ডিএনসি/যোগাযোগ/০১/২০২৩/৩১৭; তারিখ: ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ (সাত) দিন ব্যাপী প্রশিক্ষণ আগামী ০১ ডিসেম্বর, ২০২৩ থেকে ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত ২ (দুই) ধাপে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহেণর নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের EIIN ধারী ও EIIN বিহীন সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী (অনুমোদিত/অনুমোদনবিহীন, সরকারি/বেসরকারি, এমপিওভুক্ত/এমপিওবিহীন) পূর্ণকালীন বা খন্ডকালীন (এক বছরের বেশি একই প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের সাথে যুক্ত) এর বিষয়ভিত্তিক শিক্ষকগণের তালিকা প্রয়োজন।
উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রমটি শুধু মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ থেকে ১০ম) নতুন শিক্ষাক্রমের আলোকে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের জন্য প্রযোজ্য হবে। উপর্যুক্ত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের তালিকা মূল্যায়ন অ্যাপের (নৈপুণ্য) উপযোগী করে স্কিমে প্রেরণের লক্ষ্যে নিম্নোক্ত ছক মোতাবেক তথ্য প্রস্তুত করে রাখার জন্য (যেনো চাহিবামাত্র নৈপূণ্য অ্যাপে তথ্য আপলোড করা যায়) নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
addshesecondary2@gmail.com
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।