প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……

১. সুন্দরবনের বাঘ গণনার ব্যবহৃত পদ্ধতির নাম কি?

ক. ফুটমার্ক  খ. পাগমার্ক গ. বেঙ্গল হান্ট ঘ. টাইগার হান্ট

২. ‘রিবন রেটিং’ কিসের নামকরণ?

ক. পাট পচানোর পদ্ধতি  খ. কাঠ মাপার পদ্ধতি  গ. পাখি গণনা পদ্ধতি ঘ. কাপড় পরিমাপের পদ্ধতি

৩. বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে-

ক. ২০২০ সালে খ. ২০২১ সালে গ. ২০২২ সালে ঘ. ২০২৫ সালে

৪. ATM-এর পূর্ণরূপ কী?

ক. All time money খ. Automated teller machine গ. Automatic teller machine ঘ. Any time money

৫. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

ক. আরব-বাংলাদেশ ব্যাংক খ. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ. ইসলামী ব্যাংক ঘ. পূবালী ব্যাংক

৬. গারোদের ধর্মের নাম কি?

ক. মান্দি  খ. ইসলাম  গ. বৌদ্ধ  ঘ. সাংসারেক

৭. কোনটি মাতৃতান্ত্রিক উপজাতি?

ক. খাসিয়া  খ. খিয়াং  গ. রাখাইন  ঘ. মগ

৮. পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসবের নাম কী?

ক. ওয়ানগালা  খ. সাংলান  গ. বৈসাবি  ঘ. বিজু

৯. জলকেলি উৎসব কোন উপজাতি পালন করে?

ক. চাকমা খ. মারমা গ. রাখাইন ঘ. গারো

১০. উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?

ক. ২৩(ক) খ. ৫৭ গ. ১৯ ঘ. ১১৭

১১. নিচের কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে?

ক. এক টাকার  খ. পাঁচশত টাকার গ. দশ টাকার ঘ. একশত টাকার

১২. কোনটি সরকারি নোট?

ক. ৫ টাকা খ. ১০ টাকা গ. ১০০ টাকা ঘ. ১০০০ টাকা

১৩. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

ক. ৫ বছর খ. ৪ বছর গ. ১০ বছর ঘ. ২ বছর

১৪. বাংলাদেশে প্রথম নোট চালু হয় কবে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭১ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৮০ সালে

১৫. ‘Casting Vote’ বলা হয় সংসদে কার ভোটকে?

ক. স্পিকার খ. প্রধানমন্ত্রী গ. চিফ হুইপ ঘ. রাষ্ট্রপতি

১৬. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়-

ক. ১৫% খ. ৫% গ. ১০% ঘ. ২০%

১৭. সংবিধান অনুযায়ী বিচারপতিরা স্বীয় পদে বহাল থাকতে পারেন কত বছর বয়স পর্যন্ত?

ক. ৬৫ বছর খ. ৬৩ বছর গ. ৬৭ বছর ঘ. ৫৯ বছর

১৮. জাতীয় সংসদে স্থায়ী কমিটির সংখ্যা কতটি?

ক. ৩৯ খ. ৫০ গ. ৫১ ঘ. ৫৭

১৯. বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে?

ক. চামড়াজাত পণ্য খ. পাটজাত পণ্য গ. তৈরি পোশাক ঘ. প্লাস্টিক পণ্য

২০. শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

ক. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খ. অর্থ মন্ত্রণালয় গ. পরিকল্পনা মন্ত্রণালয় ঘ. ট্যারিফ কমিশন

উত্তর:

১-খ ,২-ক ,৩-খ ,৪-খ ,৫-ক ,৬-ঘ ,৭-ক, ৮-গ, ৯-গ, ১০-ক, ১১-ক, ১২-ক ,১৩-খ, ১৪-ক, ১৫-ক ,১৬-গ ,১৭-গ ,১৮-খ ,১৯-গ, ২০-ক

নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।